Madhumitha Sarcar: লাল শাড়ি-সিঁদুর আর কপালে ছোট্ট লাল টিপ, চুপিসারেই শুভকাজ সারলেন দেবমাল্য -মধুমিতা!

Bengali Actress: শুক্রের বেলা গড়াতেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। শেষ ভিডিও-তে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর আর কপালে ছোট্ট লাল টিপে মধুমিতা যেন নববধূ! দেখুন সেই ভিডিও।

Bengali Actress: শুক্রের বেলা গড়াতেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। শেষ ভিডিও-তে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর আর কপালে ছোট্ট লাল টিপে মধুমিতা যেন নববধূ! দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
চুপিসারেই শুভকাজ সারলেন দেবমাল্য -মধুমিতা!

চুপিসারেই শুভকাজ সারলেন দেবমাল্য -মধুমিতা!

Madhumitha Look: বাংলা সিরিয়াল ও সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার সেই পাখি-র ইমেজই যেন আজও বাঙালি দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। মেগার গণ্ডি পেরিয়ে এখন সিনেমা-সিরিজে পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। ২০২৪-এ জীবনে এসেছে নতুন প্রথম প্রেমের বসন্ত। অতীত ভুলে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমে মগ্ন মধুমিতা। যুগলের লাভিডাভি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন দুজনেই। কখনও পাহাড়ের কোলে ভালবাসায় মাখামাখি তো কখনও আবার জিমে শরীরচর্চার মুহূর্তও শেয়ার করেন মধুমিতা-দেবমাল্য। শুক্রের বেলা গড়াতেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। শেষ ভিডিও-তে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর আর কপালে ছোট্ট লাল টিপে মধুমিতা যেন নববধূ!

Advertisment

রিল লাইফে বিয়ের সাজে বারবার দর্শকের নজর কেড়েছেন মধুমিতা সরকার। এবার রিয়েলেও সেই পথেই হাঁটলেন অভিনেত্রী? রুপোলি দুনিয়ার তারকারা তো প্রায়ই চুপিসারে বিয়ে করে ফেলেন। মধুমিতা আর দেবমাল্যও গোপনে শুভকাজটা সেরে ফেলেছেন? ভিডিও পোস্ট করে মধুমিতা নিজেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, 'কিছু একটা হচ্ছে, কেউ কিছু আন্দাজ করতে পারছো?' একটু ভাল করে ভিডিওগুলো খেয়াল করলে বুঝতে পারবেন, বাস্তবে চুপিচুপি বিয়ে করেননি। বরং লুক টেস্ট চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে মধুমিতার সঙ্গে যোগাযোগ করা হয়।

Advertisment

অভিনেত্রী বলেন, 'আমার পরবর্তী কাজের প্রস্তুতি চলছে। তবে কী কাজ সেটা এখুনি বলতে পারব না। নতুন ছবির লুক টেস্ট চলছে। অনেকগুলো সাজে আমার লুক টেস্ট হয়েছে। সেটারই ভিডিও পোস্ট করেছি।' সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বাঁ চোখের নীচে গুরুতর চোট পান। মধুমিতার ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, 'যখন একজন মানুষ আহত হয় তখন নীরবে পরিবারের প্রতিটি সদস্য কষ্ট পায়। হয়ত এই দুর্ঘটনা খেলার একটা অংশ কিন্তু, খেলোয়ারের সেফটি অবহেলা করা কখনই কাম্য নয়।' 

এই পোস্ট দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'এটি একটি সতর্কবার্তা। দেবমাল্য বিভিন্ন ক্লাবের টুর্নামেন্টে খেলে। অনেক সময়ই সেখানের পিচ বা বলে সমস্যা দেখা যায়। কিন্তু, সেটাকে অবহেলা করা হয়। যার ফলস্বরূপ আজ এইরকম একটা দুর্ঘটনা ঘটল। একটুর জন্য চোখটা রক্ষা পেল। চোকের নীচে লেগেছে। চোখে লাগলে তো আর কিছু করার ছিল না।'

আরও পড়ুন চোখের নীচে জমাট বাঁধা রক্ত! বরাতজোরে রক্ষা পেল মধুমিতার কাছের মানুষ, ছবি দেখলে শিউরে উঠবেন

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali Film Bengali News Bengali Film Industry Madhumita Sarcar