Ranveer Allahbadia: 'বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি...', অশ্লীল মন্তব্যের জেরে কাজ হারিয়ে কান্না রণবীরের! দেখুন ভিডিও

Ranveer Allahbadia Video: বাবা-মায়ের যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়ার। এই ঘটনায় ভিডিও শেয়ার করে ক্ষমাও চেয়েছেন। এবার কাজ হারিয়ে কান্নায় ভাঙলেন জনপ্রিয় নেট প্রভাবী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
efwedfgsdfs

অশ্লীল মন্তব্যের জেরে কাজ হারিয়ে কান্না রণবীরের!

Ranveer Allahbadia Loss His Work: মজা করতে গিয়ে পুরো ফেঁসে গিয়েছেন 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। কিন্তু, একটি রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীকে অশ্লীল প্রশ্নের জেরে এক লহমায় ওলোটপালট হয়ে গেল সবকিছু। হাতছাড়া হল লক্ষ লক্ষ ফলোয়ার্স। ব্যক্তিগত সম্পর্কেও ডামাডোল পরিস্থিতি। এবার কাজও হারালেন নেট প্রভাবশালী রণবীর এলাহবাদিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর অঝোরে কান্নার সেই ভিডিও। কী কারণে আচমকা জনপ্রিয় ইউটিউবার রণবীরের জীবনে চরম হতাশা? 

Advertisment

প্রসঙ্গত, 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' -এ রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও'। মুহূর্তে ভাইরাল হয়ে যায় রণবীরের এই মন্তব্য। তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষও। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। তৈরি হয়েছে আইনি জটিলতাও। বিতর্কের মাঝেই কাজ হারানোর কান্নায় ভেঙে পরার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

কাঁদতে কাঁদতে বলছেন, 'আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে।' ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, 'আমার প্রচণ্ড খাকাপ লাগছে। কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার সব কাজ হাতছাড়া হয়ে গেল। নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। আমার জন্য পুরো টিমের কাজ বন্ধ হয়ে গেল।' এই ভিডিও দেখে সকলে ভাবছে মা-বাবাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য কাজ হারিয়ে হতাশ রণবীর। কিন্তু, বিষয়টা তা নয়। করোনা আক্রান্ত হওয়ার জন্য এই ভিডিওটি পোস্ট করেছিলেন রণবীর। 

Advertisment

'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' শোয়ের এই পর্ব ঘিরে একেবারে ছিছিক্কার। এই শো-কে ধিক্কার জানিয়েছে আমজনতা থেকে সেলিব্রিটির একাংশ। ভারত সরকারও শোয়ের এই এপিসোড ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টের মাধ্যমে অশ্লীল মজা করার অপরাধে ক্ষমা চেয়েছেন রণবীর। উল্লেখ্য, এই বিতর্কিত মন্তব্যকে প্রশ্রয় এফআইআর ও সনম জারি হয়েছে আরও দুই নেট প্রভাবী সময় রায়না, অপূর্ব মাখিজার বিরুদ্ধেও। তাঁরাও এই শোয়ের অংশ ছিলেন। 

reality show viral youtuber Ranveer Allahbadia