বুধবারই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) পাশাপাশি নিজের একটি ছবি শেয়ার করেছিলেন রোশন সিং। প্রয়াত অভিনেতার মানসিক অবসাদের কথা কারোরই অজানা নয়। সেই প্রেক্ষিতে রোশনের পোস্ট দেখে অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যে, শ্রাবন্তীর থেকে আলাদা থাকার যন্ত্রণা কি তিনি সইতে পারছেন না? আর সেই জন্যই কি সুশান্তের পাশে নিজের ছবি দিয়ে মানসিক অবসাদের ইঙ্গিত দিলেন? রোশনের (Roshan Singh) পোস্ট নিয়ে জল্পনার রেশ কাটতে না কাটতেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় নামলেন ময়দানে। একটি পোস্ট শেয়ার করে তিনিও বুঝিয়ে দিলেন যে, সবসময়ে ঝগড়া কিংবা কলহের থেকে নীরব থাকা অনেক ভাল।
View this post on Instagram
প্রসঙ্গত, রোশনের পোস্টের ২৪ ঘণ্টার মধ্যেই শ্রাবন্তী (Srabanti Chatterjee) একটি ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে সাদাকালো ফ্রেমে চুপ থাকার ইশারা করতে দেখা গিয়েছে। কিন্তু অভিনেত্রীর ছবির চেয়ে নেটজনতার নজর কেড়েছে তাঁর লেখা ক্যাপশন। পোস্টে শ্রাবন্তীর মন্তব্য, “বুঝেছি, তুমি নীরবতার মানে বুঝতে শুরু করেছ। এর থেকে শিক্ষাও নিচ্ছ। নীরবতারও নিজস্ব অর্থ এবং আলাদা মাত্রা রয়েছে।” অভিনেত্রীর এমন মন্তব্য যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং অর্থবহ, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ, আলাদা থাকার কথা প্রথম রোশনই প্রকাশ্যে এনেছিলেন। তিনিই প্রথম মুখ খুলেছিলেন। শ্রাবন্তী যদিও সম্পর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি সংবাদমাধ্যমের কাছে। তারই কি প্রত্যুত্তর এই পোস্ট?
উল্লেখ্য, পুজোর পর থেকেই শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে রোশনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। আগ বাড়িয়ে খোদ রোশন সিং-ই মুখ খুলেছিলেন যে, দুর্গাপুজোর আগে থেকেই নাকি তাঁরা আলাদা থাকছেন। তাহলে কি ফের শ্রাবন্তীর সংসারে চিড় ধরল? এমন আশঙ্কাই প্রকাশ করেছেন অনেকে। কানাঘুষো এমন বহু গুঞ্জনই শোনা যাচ্ছে, আর তার মাঝেই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে রোশন যেন গুঞ্জনের যজ্ঞে ঘৃতাহূতি দিয়েছিলেন! বিচ্ছেদ কি সত্যিই হচ্ছে কিনা, সে প্রশ্নের উত্তর অবশ্য এখনই খুঁজে পাওয়া দায়! দুজনেই দুজনকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করলেও একে অপরের পোস্টের পালটা কিন্তু দিয়েই চলেছেন। ভালবাসা যে এখনও ফুরোয়নি তাঁদের মাঝে, মান-অভিমানে ভরা এসব পোস্ট দেখলেই, তা বোঝা যায়।
View this post on Instagram
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে