তরুণ বয়সেই নিভে গেল প্রতিভার আলো, বিরল রোগে চলে গেলেন অভিনেত্রী

Isabel Tate: পরিবার জানিয়েছেন, প্রয়াত অভিনেত্রী যথেষ্ট উষ্ণ, সাহসী এবং জীবন্ত মনের মানুষ ছিলেন। তাঁরা জানিয়েছেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইজি কখনও সেটাকে প্রতিবন্ধকতা মনে করেননি।

Isabel Tate: পরিবার জানিয়েছেন, প্রয়াত অভিনেত্রী যথেষ্ট উষ্ণ, সাহসী এবং জীবন্ত মনের মানুষ ছিলেন। তাঁরা জানিয়েছেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইজি কখনও সেটাকে প্রতিবন্ধকতা মনে করেননি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tate

চলে গেলেন অভিনেত্রী...

Isabel Tate: '৯-১-১: ন্যাশভি'’-এর পাইলট পর্বে অভিনয় করা তরুণ অভিনেত্রী ইসাবেল “ইজি” টেট অল্প বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ন্যাশভিলের বাসিন্দা এই অভিনেত্রী বিরল স্নায়বিক রোগ –এ আক্রান্ত ছিলেন। রবিবার শান্তিতেই তাঁর মৃত্যু হয় বলে ম্যাকক্রে এজেন্সি দ্য হলিউড রিপোর্টার-কে নিশ্চিত করেছে।

Advertisment

 সংস্থার মালিক কিম ম্যাকক্রে এক আবেগঘন পোস্টে লিখেছেন, “আমরা গভীরভাবে শোকাহত ও সম্পূর্ণভাবে হৃদয়ভঙ্গ, ইসাবেল টেট আমাদের মধ্যে আর নেই। কিশোর বয়স থেকেই আমি ইজিকে চিনতাম। সম্প্রতি সে অভিনয়ে ফিরে এসেছিল এবং প্রথম অডিশনেই ‘৯-১-১: ন্যাশভিল’-এর ভূমিকা পেয়েছিল। শুটিংয়ের সময় তার দারুণ অভিজ্ঞতাও হয়েছিল।”

Subhashree Ganguly: ইউভান-ইয়ালিনির ভাইফোঁটার কাণ্ডে হাসির রোল, শুভশ্রীর মাতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Advertisment

ইজির পরিবার জানিয়েছেন, প্রয়াত অভিনেত্রী যথেষ্ট উষ্ণ, সাহসী এবং জীবন্ত মনের মানুষ ছিলেন। তাঁরা জানিয়েছেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইজি কখনও সেটাকে প্রতিবন্ধকতা মনে করেননি। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতের প্রতিও গভীর অনুরাগী ছিলেন। বন্ধুদের সঙ্গে গান লেখা, রেকর্ড করা এবং গান প্রকাশ করাও তাঁর নেশা ছিল। তবে সবচেয়ে বেশি ভালোবাসতেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে।

Thamma vs Ek deewane ki deewaniyat box office: বক্স অফিসে বাজিমাত!‘থাম্মা’-র দখল কমলেও, দর্শক টানছে হর্ষবর্ধনের ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’

শৈশবে অভিনয় ও মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও, ইজি পরে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় ডিগ্রি অর্জন করেন। ‘৯-১-১: ন্যাশভিল’-এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয়ই ছিল তাঁর প্রত্যাবর্তনের সূচনা। পাইলট, জুন মাসে চিত্রায়িত হয় এবং ৬ অক্টোবর সম্প্রচারিত হয়। জেসিকা ক্যাপশ এবং ক্রিস ও’ডোনেল অভিনীত এবিসির এই সিরিজটি রায়ান মারফির ফার্স্ট রেসপন্ডার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ, যা এবিসি ও ২০তম টেলিভিশন যৌথভাবে প্রযোজনা করেছে।

ইসাবেল টেটের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মা ক্যাটেরিনা টেট, সৎ বাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল টেট এবং বোন ড্যানিয়েলা। ফুলের পরিবর্তে পরিবার অনুরোধ করেছে, তাঁর স্মৃতিতে,  যে রোগে তিনি মারা গিয়েছেন, সেক্ষেত্রে-এ অনুদান দিতে।
 

actor death news Entertainment News Today