/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/isha-ambani-anand-piramal-759.jpg)
বুধবার মুম্বইতে হয়ে গেল ইশা আম্বানি ও আনন্দ পিরমলের বিয়ে। Photo: APH images
মুম্বইয়ে আম্বানি পরিবারের মেয়ের বিয়ে, দেখালো বটে। আন্টিলিয়া বুধবার ইশা আম্বানি ও আনন্দ পিরমলের চার হাত এক হল। সেই উপলক্ষে বলিউড তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কে না হাজির ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। বরযাত্রী সহ প্রত্যেক অতিথিকে আমন্ত্রনের জন্য উপস্থিত ছিলেন অনন্ত ও আকাশ আম্বানি। মুকেশ ও অনিল আম্বানি কন্যার বাবা-কাকা তা এদিন স্পষ্টত ধরা পড়ল। স্বাগত জানাতে ছিলেন আকাশের বাগদত্তা শ্লোকা মেহেতা ও অনন্তের গার্লফ্রেন্ড রাধিকা মার্চেন্ট।
ইশা আম্বানি ও আনন্দ পিরমল এখন বিবাহিত। Photo: APH images
শচীন তেন্ডুলকর, স্ত্রী অঞ্জলি ও ছেলে অর্জুন উপস্থিত বিয়েতে। Photo: Varinder Chawla
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রন জানালেন অনিল আম্বানি। Photo by Nirmal Harindran
বিয়েতে আমির খান ও কিরণ রাও। Photo: Varinder Chawlaঅমিতাভ বচ্চন তো প্রায় বাড়ির লোকের মত। ইশার কন্যাদানের সময় যেন মনে পড়ে গিয়েছিল শ্বেতার বিয়ের কথা। আম্বানিদের বিয়ের আমন্ত্রন রক্ষা করতে এসেছিলেন জয়া বচ্চন, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা ও নব্যা নভেলী। আমির খান ও কিরণ রাওকেও দেখা গেল অনুষ্ঠানে। বিয়েতেও উপস্থিত ছিলেন হিলারি ক্লিন্টন, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের ভেনুতে করণ জোহর পোজ দিলেন ফোটোগ্রাফারদের সামনে। দেরীতে হলেও এলেন শাহরুখ খান ও গৌরি খান। আলিয়া ভাটকেও দেখা গেল বিয়ের অনুষ্ঠানে। সুনীল শেট্টি, শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, জাভেদ আখতার, শাবানা আজমি, জ্যাকি শ্রফ-নাম শেষ হবে না আম্বানিদের বিয়ের অতিথি তালিকার। স্ত্রী ও ছেলেকে নিয়ে হাজির শচীন তেন্ডুলকর। হরভজন সিংকে দেখা গেল স্ত্রী গীতা বসরার সঙ্গে। বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন অনিল কুম্বলেও।
অনবদ্য সাজে উপস্থিত আলিয়া ভাট। Photo: Varinder Chawla
সব্যসাচীর ডিজাইনে ঐশ্বর্য রাই বচ্চন। এলেন অভিষেক ও আরাধ্যা বচ্চনও। Express photo by Nirmal Harindran
নবদম্পতি প্রিয়াঙ্কা ও নিক, আম্বানিদের বিবাহ আসরে। Express photo by Nirmal Harindranপ্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে, তাঁকে অর্ভ্যথনা জানাতে উপস্থিত অনিল আম্বানি। পি.চিদাম্বরমও হাজির হয়েছিলেন মুম্বইয়ে আম্বানি ভিলায়। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যাননি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবু নাইডুও।
জন্মদিন তাতেও সস্ত্রীক উপস্থিত রজনীকান্ত। Photo by Nirmal Harindra
কংগ্রেস নেতা পি চিদাম্বরম উপস্থিত ছিলেন ইশা আম্বানির বিয়েতে। Photo by Varinder Chawla
বিয়ের আমন্ত্রন পেয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Photo by APH Imagesউদয়পুরে প্রি ওয়েডিং সেলিব্রেশন হয়ে গিয়েছিল। সেখানে ছিলেন বহু বলিউড তারকা। সঙ্গীতের অনুষ্ঠানে মজাও করেছেন তারা। বেয়ন্সে নিজের পারফরমেন্সে মাতিয়েছিলেন সেদিনের সন্ধ্যে।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us