scorecardresearch

ইশা আম্বানির রিসেপশন, হাজির হেমামালিনী থেকে কিরণ বেদী

আনন্দ পিরমল ও ইশা আম্বানির রিসেপশনে হেভি ওয়েট তারকাদের কমতি ছিলনা। ৬০০ জন আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত হেমামালিনী, বোমান ইরানিরা। শুক্রবার মুম্বইয়ে জিও গার্ডেনে বসেছিল রিসেপশন।

ইশা আম্বানির রিসেপশন, হাজির হেমামালিনী থেকে কিরণ বেদী
বিয়ের পর এবার রিসেপশনের পালা।

ইশা আম্বানি ও আনন্দ পিরমলের বিয়ে এবছরের সবথেকে চর্চিত অনুষ্ঠান। মেয়ের বিয়েতে তাক লাগিয়ে দিয়েছেন রিলায়েন্স কর্তারা। ১২ ডিসেম্বর মুম্বইতে আম্বানির বাড়ি আন্টিলিয়ায় ইশার বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন হিলারি ক্লিন্টন থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চনরা। আমির খান ও বিগ বিকে তো দেখা গিয়েছিল অতিথিদের খাবার পরিবেশন করতে। জাঁকজমকের বিয়ের পর এবার রিসেপশনের পালা। সেখানেও হেভি ওয়েট তারকাদের কমতি ছিলনা। ৬০০ জন আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত হেমামালিনী, বোমান ইরানিরা। শুক্রবার মুম্বইয়ে জিও গার্ডেনে বসেছিল রিসেপশন। বৃহস্পতিবার ঘনিষ্ঠদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পিরমলরা। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শুরু হয়েছিল রিসেপশনের অনুষ্ঠান।

রিসেপশনে ইশা আম্বানি, আনন্দ পিরমল, মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।
Adnan Sami, wife Roya Sami Khan and daughter Medina Sami Khan arrive for Isha Ambani and Anand Piramal's wedding reception. (Photo by Varinder Chawla)
আদনান স্বামী ও স্ত্রী রোয়া শামি খান ও মেয়ে মেদিনা শামি খান। Photo by Varinder Chawla
রিসেপশনে বোমান ইরানি ও স্ত্রী জেনোবিয়া ইরানি। Photo by Varinder Chawla
Digvijaya Singh and wife Amrita Rai are all smiles as they arrive for Isha Ambani and Anand Piramal's wedding reception. (Photo by Varinder Chawla)
দিগ্বিজয় সিং ও স্ত্রী অমৃতা রাইকে দেখা গেল ইশা আম্বানির রিসেপশনে। Photo by Varinder Chawla
দেখা মিলল এষা দেওল ও ভরত তখতানিকে। Photo by Varinder Chawla
মনে আছে ফাল্গুনি পাঠককে, রিসেপশনে দেখা গেল তাঁকেও। Photo by Varinder Chawla
সপরিবারে সুভাষ ঘাই এসেছিলেন আনন্দ পিরমাল ও ইশাকে শুভেচ্ছা জানাতে। Photo by Varinder Chawla
ছোট মেয়ে আহানা দেওল ও জামাই বৈভব বোহরার সঙ্গে হেমামালিনী। Photo by Varinder Chawla
জিতেন্দ্রর সঙ্গে অনুষ্ঠানে হাজির একতা কাপুর ও তুষার কাপুর। Photo by Varinder Chawla
কার্তিক আরিয়ন পৌঁছলেন আনন্দ পিরমল ও ইশা আম্বানির রিসেপশনে। Photo by Varinder Chawla
পুদুচেরির লেফটান্যান্ট গর্ভনর কিরণ বেদী সময়বার করে হাজির রিসেপশনে। Photo by Varinder Chawla
জেনেলিয়ার সঙ্গে নয় একাই দেখা গেল রীতেশ দেশমুখকে। Photo by Varinder Chawla
সানি দেওল সাধারণত আসেন না বলিউডের অনুষ্ঠানে তাকেও এদিন দেখা গেল জিও গার্ডেনে। Photo by Varinder Chawla
তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভামকে দেখা গেল এদিন। Photo by Varinder Chawla
জাহির খান ও স্ত্রী সাগরিকা ঘাটগে এসেছিলেন ইশা ও আনন্দের রিসেপশনে। Photo by Varinder Chawla

রিসেপশন অনুষ্ঠান মাতালেন এ.আর রহমান ও তবলা মায়েস্ত্রো জাকির হুসেন। প্রসঙ্গত, এবছরের প্রথম দিকেই ইতালির লেক কোমোতে বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল ইশা আম্বানি ও আনন্দ পিরমলের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Isha ambani anand piramal wedding reception57983