ইশা আম্বানি ও আনন্দ পিরমলের বিয়ে এবছরের সবথেকে চর্চিত অনুষ্ঠান। মেয়ের বিয়েতে তাক লাগিয়ে দিয়েছেন রিলায়েন্স কর্তারা। ১২ ডিসেম্বর মুম্বইতে আম্বানির বাড়ি আন্টিলিয়ায় ইশার বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন হিলারি ক্লিন্টন থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চনরা। আমির খান ও বিগ বিকে তো দেখা গিয়েছিল অতিথিদের খাবার পরিবেশন করতে। জাঁকজমকের বিয়ের পর এবার রিসেপশনের পালা। সেখানেও হেভি ওয়েট তারকাদের কমতি ছিলনা। ৬০০ জন আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত হেমামালিনী, বোমান ইরানিরা। শুক্রবার মুম্বইয়ে জিও গার্ডেনে বসেছিল রিসেপশন। বৃহস্পতিবার ঘনিষ্ঠদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পিরমলরা। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শুরু হয়েছিল রিসেপশনের অনুষ্ঠান।















রিসেপশন অনুষ্ঠান মাতালেন এ.আর রহমান ও তবলা মায়েস্ত্রো জাকির হুসেন। প্রসঙ্গত, এবছরের প্রথম দিকেই ইতালির লেক কোমোতে বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল ইশা আম্বানি ও আনন্দ পিরমলের।