/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Snapinsta.app_347728475_860104705532757_5463768183082334428_n_1024.jpg)
ইশার বক্তব্য আসলে কী?
সামনে থেকে সরে বসুন তো, বাস্তবের জীবনে একথা শুনেছেন অনেকেই। ট্রেনে বাসে লাগাতার ঘটতে থাকে এহেন ঘটনা। তবে, এখন অভিনেত্রী নিজের কাজের খাতিরে একথা বলছেন তাও আবার প্রকাশ্য দিবালোকে।
অভিনেত্রী ইশা সাহা ক্যমেরার সামনে থেকে সরে যেতে বললেন! কিন্তু কাদের? প্রকাশ্যে বললেন, "কাজ চলছে তো! একটু সরে বসুন.." আর অভিনেত্রীর এহেন কথা শুনে চোখ কপালে নেটজনতার। সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় তিনি। অনুরাগীদের উদ্দেশ্যে নানা ছবি আপলোড করে থাকেন। তাই বলে এভাবে কথা বলবেন? কী ঘটেছে আসলে?
আরও পড়ুন < ‘এত রোগা!’ হৃতিকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বলিউডের অন্যতম লিডিং হিরো, জানেন তিনি কে? >
দর্শকদের বেশ দোটানায় রেখেছেন তিনি। তাঁর পরবর্তী ছবির নাম একটু সরে বসুন। সেই ছবির খাতিরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি। যাতে বেশ উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন ইশা। কখনও মুখে ভাবনার ছাপ, আবার কখনও গভীর চিন্তা। এহেন ছবি পোস্ট করেই তিনি লিখলেন, "আরে! শুটিং চলছে তো, একটু সরে বসুন।" অভিনেত্রীর শব্দের খেলায় মাতলেন সকলেই। পা দিলেন ফাঁদে। ব্যাপার টা বুঝতে না পেরেই জানতে চাইলেন, কোন ছবির শুটিং আবার সরেই বা বসতে যাব কেন?
যদিও, পরে নিজেই বাতলে দিয়েছেন উত্তর। জানিয়ে দিলেন, ছবির নাম ক্যাপশনে লেখা। যেভাবে গাম্ভীর্যের সঙ্গে একথা বললেন ইশা, কেউ যেন ভাবতেই পারেন নি আসলেই কী। ইন্ডাস্ট্রি নিয়ে এখন এমনই বিতর্কের শেষ নেই। অভিনেত্রীর সেন্স অফ হিউমারকে বাহ বাহ করছেন সকলে।
উল্লেখ্য, শেষ হয়ছে ছবির শুটিং। এই ছবিতেই দেখা যাবে হৃতিক চক্রবর্তী থেকে পাওলি দাম এবং অনেককেই। এক্কেবারে নতুন বুনটের এই গল্প আদৌ মানুষের মন জয় করে কিনা সেটাই দেখার। অন্যদিকে, ইশাও হাত দিয়েছেন তাঁর পরবর্তী ছবিতে। যেখানে তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে অঙ্কুশকে।