scorecardresearch

বড় খবর

দেখে নিন, বিয়ন্ড দ্য ক্লাউডসের নেপথ্য দৃশ্য

বিয়ন্ড দ্য ক্লাউডস, আমির ও তারার গল্প। সারাজীবন প্রতিকূলতায় কাটলেও আশা ছাড়েনা তারা। বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি।

Ishaan Khatter has made his Bollywood debut with Beyond The Clouds.

অভিনেতা ইশান খট্টরের ডেবিউ ছবি বিয়ন্ড দ্য ক্লাউডস মুক্তি পেয়েছে সদ্য। ইতিমধ্যেই বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া ছবিকে ঘিরে। ছবি মুক্তি পেতেই সিনেমার নেপথ্য কাহিনি সামনে এল। নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের ভিডিও পোস্ট করলেন ইশান।

A post shared by Ishaan Khatter (@ishaan95) on


ইশানের শরীর নিয়ে সমস্যায় পরেছিলেন মাজিদি। মাচো চেহারার ইশানের মুখ ছবির চরিত্রের জন্য ঠিক ছিল। অগত্যা, মেদ বাড়িয়ে, মাসেল কমিয়ে ছবির চরিত্রের জন্য তৈরি হয়েছিলেন খট্টর।

A post shared by Ishaan Khatter (@ishaan95) on


আমির ও তারার গল্প বিয়ন্ড দ্য ক্লাউডস। প্রতিকূলতা সত্ত্বেও আশা বেঁচে থাকে তাদের। বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদির পরিচালনায় এই ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের। এই ছবিতেই ডেবিউ করেছেন ইশান খট্টর। আর এই সিনেমার মাধ্যমেই হিন্দিতে ডেবিউ করলেন অভনেত্রী মালবিকা মোহনান।

A post shared by Ishaan Khatter (@ishaan95) on


এরপরে ইশানকে দেখা যাবে ধড়ক সিনেমায়। ইশানের বিপরীতে এই ছবিতে রয়েছেন জাহ্নবী কাপুর। শুটিং শেষ এই সিনেমার। আগামী ২০ জুলাই মুক্তি পাচ্ছে পরিচালক শশাঙ্ক খৈতানের এই ছবি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ishaan khatter shares behind the scenes