scorecardresearch

অপরাধের গল্পে আবার ঈশান-সুদীপ্তা

Section 302: রাতের ক্রাইম শো-তে আবারও ঈশান মজুমদার ও সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে প্রধান চরিত্রে। এর আগেও ‘সেকশন ৩০২’-তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

Ishaan Mazumder Sudipta Chakraborty in Section 302 crime story
ঈশান ও সুদীপ্তা। ছবি: ফেসবুক থেকে

Section 302: আকাশ ৮-এর জনপ্রিয় ক্রাইম সিরিজ, ‘সেকশন ৩০২’-তে প্রতি সপ্তাহেই থাকে একটি করে অপরাধের গল্প। টেলিজগতের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অনেককেই দেখা গিয়েছে এই সিরিজে। এই সপ্তাহের গল্পে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী ও ঈশান মজুমদার। এর আগেও এই সিরিজের একটি গল্পে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

১৬ ডিসেম্বর রাত সাড়ে নটায়, আকাশ ৮-এ সম্প্রচার হবে এই ক্রাইম স্টোরি– ‘কর্ণ’। এবারের গল্পটি তিন বন্ধুকে নিয়ে যেখানে প্রচ্ছন্ন রয়েছে একটি ত্রিকোণ প্রেম। সুদীপ্তা, ঈশান ও অনির্বাণ– এই তিন বন্ধুর ভূমিকায় রয়েছেন। এরই সমান্তরাল রয়েছে একটি পরিবারের গল্প যেখানে বাবা-মা ও সন্তানের মধ্যে রয়েছে দীর্ঘদিনের টানাপোড়েন।

আরও পড়ুন: দ্বিতীয় পুরুষ: খুনের রহস্যে জমজমাট থ্রিলার

যে কোনও অপরাধীর পিছনের গল্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনো তার জীবনের নানাবিধ ঘটনা তাকে অপরাধে প্ররোচিত করে। আবার কখনও সে জিনগতভাবে বহন করে অপরাধপ্রবণতা। আবার অপরাধের শিকার হয়ে ওঠে যে ব্যক্তি, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নানা ঘটনাপ্রবাহ তাকে এমন একটি পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যায়, যেখানে সে সহজেই অপরাধীর হাতের মুঠোয় চলে আসে।

ঈশান ও সুদীপ্তা অভিনীত এই ক্রাইম স্টোরি-র যে প্রোমোটি প্রকাশিত হয়েছে সম্প্রতি, সেখানে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেখে নিতে পারেন সেই প্রোমো নীচের লিঙ্কে ক্লিক করে–

‘সেকশন ৩০২’-র এই গল্পগুলি বেশিরভাগই সত্য ঘটনা অবলম্বনে। আবার কিছু গল্প পুরোপুরি কল্পনা-আশ্রিত, এমনও রয়েছে। ঠিক কোন সত্য ঘটনা থেকে কোন গল্পটি নেওয়া, তা অবশ্য প্রকাশ করেন না নির্মাতারা। তবে এই ক্রাইম সিরিজের বৈশিষ্ট্য হল, বেশিরভাগ গল্পই বেশ টানটান এবং অনেক চমকে দেওয়ার মতো অপরাধ ও অপরাধীর ঘটনা উঠে আসে এই সিরিজে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ishaan mazumder sudipta chakraborty in section 302 crime story