Ishika Taneja Mahakumbh 2025: প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান করছেন সাধারণ মানুষ থেকে হাইপ্রোফাইল তারকারা। বাদ নেই অনিল আম্বানিও। মহাকুম্ভে গিয়ে নিজেকে বদলে ফেলেছেন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। অন্যদিকে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় মহাকুম্ভে গিয়ে শাড়ির আঁচল উড়িয়ে ফিল্মি কায়দায় ফটোশুট করে বিতর্কে জড়িয়েছেন। টাইমস নাও-এর রিপোর্ট মোতাবেক, মহাকুম্ভে পুণ্যস্নানের পর অভিনয়কে গুডবাই জানালেন অভিনেত্রী ইশিকা তেনেজা।
২০১৭ সালে 'ইন্দু সরকার' -এ ইশিকার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। বিক্রম ভাটের ওয়েব সিরিজ 'হদ'-এ ও অভিনয় করেছিলেন ইশিকা তানেজা। ২০১৮-তে 'মিস ওয়ার্ল্ড ট্যুরিজিম' -এর খেতাবও জিতেছিলেন ইশিকা। এরপর তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হন।
মধ্যপ্রদেশের জব্বলপুরে গুরু দক্ষিণা নিয়েছেন ইশিকা তেনেজা। ২৯ জানুয়ারি মহাকুম্ভে পুণ্যস্নানের পরই জীবনকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ইশিকা। শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জি মহারাজের থেকে আধ্যাত্মিক দীক্ষাও নিয়েছেন ইশিকা। মাত্র ৩০ বছর বয়সে জীবনের এই সিদ্ধান্ত নিয়ে খুশি ইশিকা।
এই প্রসঙ্গে প্রথমসারির এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি সাধ্বী নই, একজন গর্বিত সনাতনী। আমি সেবার সঙ্গে যুক্ত। মহা কুম্ভে দৈবশক্তি আছে। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হল আমি শঙ্করাচার্য জির কাছ থেকে গুরু দীক্ষা পেয়েছি। এমন একজন গুরু আমার জীবনে আছেন যিনি আমাকে জীবনের সঠিক পথ দেখাচ্ছেন।'
পুণ্যস্নানের মুহূর্তের কোলাজে একটি রিল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইশিকা। মহাকুম্ভে পুণ্যস্নানের পর নারীজীবনের সংজ্ঞাটাও তাঁর কাছে বদলে গিয়েছে। ইশিকার কথায়, 'ছোট পোশাক পরে নাচ করার জন্য মেয়েরা জন্মায়নমি। সনাতন ধর্মের সেবা করার জন্যই মেয়েদের জন্ম।'
ফিল্মি কেরিয়ার প্রসঙ্গে ইশিকার মত, তিনি পরিচালক হিসেবে কাজ করবেন কিন্তু, অভিনয় করবেন না। অভিনয়, মিউজিক ভিডিও-তে দীর্ঘ কয়েকবছর কাজ করেছেন ইশিকা। এবার জীবনের পুরনো ছন্দে ফিরছেন অভিনেত্রী।