সেক্রেড গেমসের দর্শককে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না, দ্বিতীয় সিজন নিয়ে খুব তাড়াতাড়ি আসছে জনপ্রিয় এই সিরিজ। অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে শুটিং শেষ হওয়ার খবর দিলেন ফ্যানেদের। সেক্রেড গেমসের প্রথম সিজন তৈরি করেছিলেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে। আর দ্বিতীয় সিজনে যুগ্ম পরিচালনা করছেন অনুরাগ ও 'মাসান' ছবির পরিচালক নীরজ ঘেওয়ান।
আরও পড়ুন, অনুরাগ বসুর পরিচালনায় এবার আদিত্য ও সানিয়ার জুটি
প্রথম সিজনে শেষ হয়েছিল সরতাজ সিং অর্থাৎ সইফ আলি খানের বাঙ্কার সন্ধানের মাধ্যমে। সেখানেই লুকিয়ে আছে মুম্বইকে বাঁচানোর চাবকাঠি। গণেশ গাইতোণ্ডে ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকির দুই 'বাবার' সঙ্গেও পরিচিত হয়েছি। কিন্তু তৃতীয় বাবা, যাঁর ভূমিকায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠিকে, তাঁকে আমরা সেভাবে জানতে পারি নি। তবে এই সিজনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পঙ্কজ। দ্বিতীয় সিজন শুধুমাত্র ভারতেই নয়, বিদেশের বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে।
বিক্রম চন্দ্রর বই 'সেক্রেড গেমস' উপন্যাসের ওপর ভিত্তি করেই তৈরি এই সিরিজ। দ্বিতীয় সিজনে দেখা মিলবে কিছু নতুন চরিত্রের। আর কিছু চরিত্র ফেরত আসবে প্রথম সিজন থেকেই। প্রসঙ্গত, বিতর্ক ও বাধা সত্ত্বেও প্রথম সিজনে প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল 'সেক্রেড গেমস'।
Read the full story in English