অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ পেলেন জামিন। ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী। শুকেশ চন্দ্রশেখর মামলায় তাকে জেরা করা হয়। অভিযুক্ত হিসেবে আদালতে গিয়েছিলেন বেশ কয়েকবার।
শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২২ অক্টোবর। ইডির তরফে একটি চার্জশিটে তাকে অভিযুক্ত বলে দাবি করা হয়। চার্জশিট দাখিল করে ২৬শে সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়। আর্থিক দুর্নীতির মামলায় জ্যাকলিনের সঙ্গে আরও অন্যান্যদের নাম জড়িয়েছিল। এর আগেও দিল্লি পুলিশ তাকে তলব করেছিল। তবে, এবার ৫০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দিয়েছে দিল্লি কোর্ট।
সূত্রের খবর অনুযায়ী, জ্যাকলিন সুকেশের কাছ থেকে কোটি টাকার উপহার পেয়েছিলেন। সেই অভিযোগে তাকে তলব করা হয় এবং তদন্ত করা হয়। ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে তাকে একাধিকবার তলব করেছে পুলিশ। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার আইনজীবী জানিয়েছিলেন, যে জ্যাকলিনকে ২৯ শে আগস্ট হাজিরা দিতে বললে তিনি রাজি হননি। তাই নতুন করে সমন জারি করা হয়েছে।
অভিনেত্রীর আইনজীবী আশ্বাস দিয়েছিলেন যে তাঁরা সমস্ত রকম সাহায্য করবেন তদন্তের ক্ষেত্রে। ইডির অভিযোগ অনুযায়ী, জেনে শুনেই চন্দ্রশেখরের সম্পত্তি, তোলাবাজির টাকা আত্মসাৎ করেছিলেন অভিনেত্রী। গোড়ার দিকে জ্যাকলিনের নাম এই কাণ্ডে জড়ালেও সেইভাবে উত্তেজনা ছড়ায়নি। তবে সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বেজায় ফেঁসেছেন অভিনেত্রী।