Jacqueline Fernandez News: বলি ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজের মা গুরুতর অসুস্থ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রীর মা। অবস্থা বেশ সঙ্কটজনক। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট মোতাবেক, এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন অভিনেত্রীর মা। ,সেলেব পাপারাৎজ্জি ভিরাল ভায়ানি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জ্যাকলিনের মায়ের অসুস্থতার খবর শেয়ার করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুগামীরা।
জ্যাকলিনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন অভিনেত্রীর ভক্তরা। ANI-সূত্রের খবর, জ্যাকলিনের মা কিম চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত জ্যাকলিন মায়ের অসুস্থতা নিয়ে কিছু বলেননি। মায়ের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের ছবি পোস্ট করেন জ্যাকলিন।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, মায়ের অসুস্থতার খবর পেয়েই শুটিং থামিয়ে হাসপাতালে আসবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কঠিন সময়ে হয়ত পরিবারের পাশেই থাকবেন অভিনেত্রী। মা-বাবাকে ছাড়া করোনা পরিস্থিতিতে মুম্বইয়ে কঠিন সময় কাটিয়েছেন জ্যাকলিন। শ্রীলঙ্কা থেকে অভিনেত্রীর মা-বাবা, কাছের বন্ধুরা প্রত্যেকেই সেই সময় তাঁর জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন।
প্রসঙ্গত, ২০২২-এ ও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যাকলিনের মা। স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গেই বাহারেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেত্রীর মাকে। তিন বছরের মধ্যে ফের অসুস্থ হলেন জ্যাকলিনের মা। এক পুরনো সাক্ষাৎকারে জ্যাকলিন বলেছিলেন, 'আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেন। এখানে আমি মা-বাবাকে ছাড়া একাই থাকি। ওঁরা(মা-বাবা) আমার জীবনের অনুপ্রেরণা। আমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে এই দুজন মানুষই অনুপ্রাণিত করেন।'