Advertisment
Presenting Partner
Desktop GIF

'উরফি জাভেদ না যাদবপুর..!' পড়ুয়া মৃত্যুতে মাথা কাজ করছে না অনিন্দ্য চট্টোপাধ্যায়ের

ঘোরের মধ্যে রয়েছেন? অনিন্দ্য বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anindya chatterjee, anindya chatterjee news, anindya chatterjee kolkata, anindya chatterjee tollywood, anindya chatterjee serials, অনিন্দ্য চট্টোপাধ্যায়, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী হল তাঁর আবার?

যাদবপুর কাণ্ডে হইচই! সারা দেশ জুড়ে নিন্দার ঝড়। ঠিক কতজন জড়িয়ে রয়েছেন এই ঘটনার সঙ্গে সেও সঠিকভাবে বলা সম্ভব না। মুখ খুলেছেন টলিপাড়ার তারকারাও। এবার, পালা অনিন্দ্য চট্টোপাধ্যায় এর।

Advertisment

সবসময়ই সামাজিক বিষয় নিয়ে তিনি নানা মন্তব্য করে থাকেন। এবারও বাদ গেলেন না। ঘটনা ঘটার পর অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে কিংবা পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। অনিন্দ্য আজ রবিবারের বেলা গড়াতেই এমন একটি পোস্ট করলেন যা দেখে চোখ কপালে বেশিরভাগের। যাদবপুরকে ইঙ্গিত করেই তিনি পোস্ট করলেন...

আরও পড়ুন - গ্রিন জোনে বসে প্রকাশ্যে নেশা, ‘ক্রিমিনালদের ধরতে যাদবপুরে CCTV চাই..’, বিস্ফোরক প্রাক্তনী অরিজিতা

জ্বর আর অ্যান্টিবায়োটিকের ঘোরে প্রথমে ভাবলাম উরফি জাভেদ, তারপরে বুঝলাম আমার চোখের ভুল, আসলে ওটা যাদবপুর! মাথা কাজ করছে না । আমার ভুল! অনেকেরই মাথার ওপর দিয়ে যাচ্ছে এই পোস্ট। কেউ ভাবছেন কালকের ঘটনাকে উল্লেখ করেই কি এই পোস্ট করলেন তিনি? প্রথম, এক অভিযুক্তকে গ্রেফতার করার পর, পুলিশ ভ্যানে বসেই অশালীন আচরণ। এবং দ্বিতীয়, ক্যাম্পাস তাদের কাছে বাড়ি তাই প্রকাশ্যে নেশা করার অধিকার আছে ... এমন মন্তব্য করা এক ছাত্রীকে উল্লেখ করেও তিনি একথা বলতে পারেন।

কিন্তু, পোস্টে এও মেনশন করতে তিনি ভুললেন না, যে জ্বরের ঘোরে ভুল দেখছেন তিনি। তিনি একা না, বরং এর আগেও আওয়াজ তুলেছিলেন রূপাঞ্জনা থেকে দেবযানী। প্রাক্তনী অরিজিতা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ আনাগোনা, দিনে দুপুরে বসে প্রকাশ্যে নেশা করার দৃশ্য তাঁর চোখেও পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা এবং নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদৌ এর শেষ কোথায় কেউ জানেন না।

Anindya Chatterjee tollywood Jadavpur University Entertainment News
Advertisment