যাদবপুর কাণ্ডে সরগরম গোটা দেশ। শুধু তাই নয়, আওয়াজ তুলেছেন তারকাদের অনেকেই। কিন্তু বুদ্ধিজীবীরা চুপ কেন? তারকাদের মধ্যে অনেকেই যাদবপুরের ছাত্র। তারাও প্রাক্তনী হিসেবে আওয়াজ তুলেছেন। তবে, আজও মুখ খোলেননি অনেকেই।
প্রাক্তনী হিসেবে উসষি এবং অনিন্দিতা রায় চৌধুরী ছাড়াও অন্যান্য অভিনেতারা সরব মর্মান্তিক কাণ্ডের জেরে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এহেন ভয়ঙ্কর অবস্থা! তাঁর সঙ্গেই খুন নাকি মৃত্যু সেই দিক আজও পরিষ্কার নয়। তবে, অভিনেত্রী পায়েল এই প্রসঙ্গে মুখ খুললেন স্পষ্ট! 'ক্রিমিনাল মানসিকতার পরিচয়..', হিসেবেই ব্যাখ্যা দিলেন তিনি।
আরও পড়ুন - ইন্ডাস্ট্রিতেও আছে ‘বুলি’, ‘যাদবপুরে যত দুষ্কৃতীদের মত…’, পড়ুয়া মৃত্যুতে বিস্ফোরক রুপাঞ্জনা
তিনিও যাদবপুরের প্রাক্তনী। কিন্তু এহেন ভয়াবহ পরিস্থিতি দেখে যেন চুপ থাকতে পারলেন না। বললেন, "স্বাধীনতার নামে যে সন্ত্রাস, এবং নিজেকে স্বাধীন প্রমাণ করতে গিয়ে মানসিকতা ভুলে যাবে এটা ভয়ঙ্কর। দায়িত্ববান নাগরিক হয়ে ওঠার জায়গায় ক্রিমিনাল মানসিকতা তেড়েফুঁড়ে ওঠা একেবারেই ঠিক না। এটাকে এবার আটকাতে হবে। রাশ টানতেই হবে।"
ক্যাম্পাসে কী হয়, না হয় সেটা সকলেই জানেন একথা বলেছিলেন রূপাঞ্জনা! অরিত্র দত্ত বণিক জানিয়েছিলেন, অবাধে বিচরণ বহিরাগতদের। আশেপাশে পড়ে থাকে গর্ভনিরোধক থেকে আরও অনেককিছুই। কিন্তু, এর শেষ কোথায়, সেই প্রশ্নই করছেন বেশিরভাগ।