Jagannath Rath Yatra 2025-Iman: পুরী থেকে এল বিশেষ পোশাক, বাড়ির নীলমাধবের জন্য কী কী আয়োজন করলেন ইমন?

Jagannath Rath Yatra 2025-Iman Chakraborty: শিল্পীমহলে অনেকেই আছেন, যারা জগন্নাথের সেবায় নিয়োজিত। বিশেষ করে ইমন চক্রবর্তী, তাঁর বাড়িতে জগন্নাথ-বলরাম এবং সুভদ্রার মূর্তি আছে। তাঁদের রীতিমতো সেবা করেন গায়িকা। তাঁর জীবনে জগন্নাথ এর অপার মহিমা।

Jagannath Rath Yatra 2025-Iman Chakraborty: শিল্পীমহলে অনেকেই আছেন, যারা জগন্নাথের সেবায় নিয়োজিত। বিশেষ করে ইমন চক্রবর্তী, তাঁর বাড়িতে জগন্নাথ-বলরাম এবং সুভদ্রার মূর্তি আছে। তাঁদের রীতিমতো সেবা করেন গায়িকা। তাঁর জীবনে জগন্নাথ এর অপার মহিমা।

author-image
Anurupa Chakraborty
New Update
Jagannath Rath Yatra 2025 iman Chakraborty shared her planning to do for tomorrow

যা বললেন ইমন কালকের রথ উপলক্ষে...

Jagannath Rath Yatra 2025: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর আষাঢ় মাস মানেই বাঙালি তখন রথের আনন্দে আত্মহারা। পুরীতে জগন্নাথ বাস করলেও তাঁর আনাগোনা সাড়া বিশ্বে। জগন্নাথের ভক্ত সংখ্যা কম নয়। বিশেষ করে বাঙালির উঠল বাই তো পুরী যাই। কিন্তু, জগন্নাথ না টানলে তাঁর কাছে যাওয়া সম্ভব না। আর আগামীকাল রথ উপলক্ষে সেজে উঠেছে গোটা পুরী। সেজে উঠছে তাঁর রথ। আর বাংলাতেও এমন মানুষ আছেন, যারা তাঁর ভক্ত। 

Advertisment

শিল্পীমহলে অনেকেই আছেন, যারা জগন্নাথের সেবায় নিয়োজিত। বিশেষ করে ইমন চক্রবর্তী, তাঁর বাড়িতে জগন্নাথ-বলরাম এবং সুভদ্রার মূর্তি আছে। তাঁদের রীতিমতো সেবা করেন গায়িকা। তাঁর জীবনে জগন্নাথ এর অপার মহিমা। তাই তো, দীঘার মন্দির উদ্ঘাটনের সময় যখন তাঁর ডাক পড়েছিল তখন তাঁর আনন্দের শেষ ছিল না। আর আজ যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁকে ফোন করা হল আগামীকালের ব্যবস্থাপনা সম্পর্কে, তিনি নানা বিষয়ে জানালেন। 

Advertisment

জগন্নাথকে আগে স্নান করাবেন, তারপরেই তাঁর পুজো হবে। গায়িকার লিলুয়ার বাড়িতে আগামীকাল অনুষ্ঠান হবে। এর আগে স্নানযাত্রার দিন তাঁকে দেখা গিয়েছিল জগন্নাথকে নিয়ম মেনে স্নান করাতে। আগামীকাল কী কী হতে চলেছে, সেই প্রসঙ্গে গায়িকা বলছেন.. "ষোড়শপচারে পুজো হবে। তাঁদের স্নান হবে। ৫৬ ভোগ হবে। রথ পুজো হবে। তারপর পুজোর পর তাঁর মূর্তি রথে বসিয়ে সেই রথ টানা হবে। আমার সব ছাত্রছাত্রীরা আসবেন। পরিবারের সকলে আসবেন। সব মিলিয়ে একটা আনন্দ।"

 তবে, জগন্নাথের সাজে কোনও খামতি রাখছেন না গায়িকা। নীলমাধবের জন্য কী কী আয়োজন করেছেন? তিনি বললেন.. "খুব যত্ন করে সাজাবো। তাঁর জন্য পুরী থেকেই পোশাক আনা হয়েছে। আমি গিয়েছিলাম, নিজে দেখে শুনে নিয়ে এসেছি। আর ৫৬ ভোগে থাকবে ডাল, খিচুরি, মালপোয়া, ছেনাপোড়া, পোলাও - মানে উনি যা যা খেতে ভালবাসেন।" 

Iman Chakraborty Jagannath Dev Lord Jagannath Rath Yatra 2025