Advertisment
Presenting Partner
Desktop GIF

এগিয়ে 'লোকনাথ', পিছিয়ে 'রাসমণি'! রইল এই সপ্তাহের সেরা দশ তালিকা

Bengali Television TRP: এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকায় 'করুণাময়ী রাণী রাসমণি'-কে সরিয়ে দ্বিতীয় স্থানে এল 'জয় বাবা লোকনাথ'। এই সপ্তাহের সেরা দশ তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি'।

author-image
IE Bangla Web Desk
New Update
Jai Baba Lokenath captures the second position in 15+ Urban TRP list

ছবি সৌজন্য়: জি বাংলা

Bengali Television TRP: বিগত বেশ কয়েক মাস ধরে ১৫+ আরবান টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানটি দখলে ছিল 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকের। এই সপ্তাহে সেই স্থানটি দখল করে নিয়েছে বাংলা টেলিপর্দার দর্শকের অন্যতম ফেভারিট, 'জয় বাবা লোকনাথ' এবং 'রাসমণি' রয়েছে তৃতীয় স্থানে। দু'টিই ভক্তিমূলক পিরিয়ড ধারাবাহিক, দু'টিই বায়োপিকধর্মী। তাই প্রতিযোগিতা বরাবরই ছিল তুঙ্গে। এই সপ্তাহে 'করুণাময়ী রাণী রাসমণি' (৭.৮)-র তুলনায়, ১৫+ আরবান টিআরপি অনুযায়ী, 'জয় বাবা লোকনাথ' (৮.০) এগিয়ে রয়েছে ০.২ পয়েন্টে। রেটিংয়ের পার্থক্য় খুবই কম, আগামী সপ্তাহে তাই আবারও দ্বিতীয় স্থানটি পুনর্দখল করবে কি না রাসমণি, সেই নিয়ে কৌতূহল থাকবেই নিঃসন্দেহে।

Advertisment

তবে ১৫+ আরবান-এর সেরা দশ তালিকায় এখনও সর্বোচ্চ স্থানটি দখলে রেখেছে 'কৃষ্ণকলি' ৯.৭ রেটিং নিয়ে। চতুর্থ স্থানটি এই সপ্তাহেও দখলে রেখেছে 'ত্রিনয়নী' (৭.৩)। পঞ্চম স্থানটি নিয়ে 'নকশিকাঁথা' ও 'বকুলকথা'-র প্রতিদ্বন্দ্বিতা এই সপ্তাহেও অব্যাহত। গত সপ্তাহে পঞ্চম স্থানে ছিল 'বকুলকথা', তার আগের সপ্তাহে পঞ্চম স্থানে ছিল 'নকশিকাঁথা'। এই সপ্তাহে আবারও পঞ্চম স্থানটি দখলে নিয়েছে মানালি দে ও সুমন দে অভিনীত ধারাবাহিক 'নকশিকাঁথা' (৬.৬) ও 'বকুলকথা' (৬.৪) চলে গিয়েছে ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন: দশ মাসের সন্তান হারিয়ে ধারাবাহিকে ‘মা’! উঠে দাঁড়ালেন সুস্মিতা

এই সপ্তাহে সেরা দশ তালিকা থেকে বাদ পড়েছে 'জয়ী' এবং সেরা দশে এই সপ্তাহেও রয়েছে স্টার জলসা-র জনপ্রিয় ধারাবাহিক, 'ফাগুন বউ'। তবে গত সপ্তাহে ছিল 'ফাগুন বউ' ও 'বিজয়িনী'-র মহা ধামাকা পর্ব। ওই দুই ধারাবাহিকের ৪৫ মিনিটের এপিসোড সম্প্রচার হয়েছে। তার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে রেটিংয়েও। আবার চলতি সপ্তাহে শুরু হয়েছে স্টার জলসা-র ধারাবাহিক 'কলের বউ'। তৃণা সাহা-অভিনীত এই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স কমেডির ওপেনিং উইক রেটিং কেমন হয়, সেই নিয়ে কৌতূহল থাকবেই। নীচে রইল এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকার সেরা দশের বাকি ধারাবাহিক ও তাদের রেটিং--

ষষ্ঠ-- 'বকুলকথা' (৬.৪)
সপ্তম-- 'নেতাজি' (৫.৮)
অষ্টম-- 'ভানুমতীর খেল' (৫.৩)
নবম-- 'রানু পেল লটারি' (৫.১)
দশম-- 'ফাগুন বউ' (৫.০)

আরও পড়ুন: টেলিজগতের বকেয়া পেমেন্ট ইস্যু: তিনদিনের মধ্যে এনওসি দেবেন রাণা সরকার

এই সপ্তাহে জি বাংলা-র জিআরপি কিঞ্চিৎ কমে দাঁড়িয়েছে ৬৬৭। স্টার জলসা-র জিআরপি মাত্র ১ পয়েন্ট কমে হয়েছে ৩৬৪। সপ্তাহের ১৫+ আরবান টিআরপি রেটিং অনুযায়ী, স্টার জলসা-র সেরা পাঁচ ধারাবাহিকের রেটিং রইল নীচে--

প্রথম-- 'ফাগুন বউ' (৫.০)
দ্বিতীয়-- 'দেবী চৌধুরাণী' (৪.৬)
তৃতীয়-- 'কে আপন কে পর' (৪.৩)
চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.০)
পঞ্চম-- 'বিজয়িনী' (৩.৬)

Bengali Serial Bengali Television TRP
Advertisment