Advertisment
Presenting Partner
Desktop GIF

ভোটের মাঝে সোহমকে দেখেই 'জয় শ্রীরাম' ধ্বনি, মেজাজ হারালেন তারকা প্রার্থী

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকা সত্ত্বেও কীভাবে বুথের খুব কাছে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তোলেন সোহম চক্রবর্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
sohom jar sree ram

ভোট চলছে জোরকদমে। সকাল থেকেই নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শ করছেন তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলছেন। কিন্তু গোল বাধে চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকের একটি বুথের কাছে। সেখানে জোড়া-ফুলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মী, সমর্থকরা।

Advertisment

এদিন বেলা ৯টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান সোহম। অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি সমর্থকরা। প্রথমে সোহনমের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি বলে জানা যায়। পরিস্থিতি বুঝে নিজের গাড়িতেই বসেছিলেন তিনি। কিন্তু, বিজেপি সমর্থকরা স্লোগান দিতে দিতে তারকা প্রার্থীর গাড়ির খুব কাছে চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তৃণমূল প্রার্থী।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকা সত্ত্বেও কীভাবে বুথের খুব কাছে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তোলেন সোহম চক্রবর্তী। পরে অবশ্য বিজেপি কর্মী-সমর্থকদের অন্যত্র সরিয়ে দেন কেন্দ্রীয় জওয়ানরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 tmc Jai Sri Ram
Advertisment