বাঙালিদের জামাই ষষ্ঠী মানে আলাদাই আনন্দ। বিশেষ করে বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠীর অর্থ, নানা খাবারের আয়োজন, তার সঙ্গে মিষ্টি থেকে ফল এবং জামাইয়ের জন্য বিশেষ আদর। এবছর টলিপাড়ায় গাঁটছড়া বেঁধেছেন অনেকেই। তাঁর মধ্যে দুর্নিবার এবং মোহরের জামাই ষষ্ঠী নিয়েও চর্চা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সহকারী মোহরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দুর্নিবার। শুধু তাই নয়, তাদের বিয়ের পর থেকেই বিতর্ক, কটাক্ষ এবং দুজনকে নানা খারাপ মন্তব্যে বিঁধেছে নেটপাড়া। দ্বিতীয়বারের মত বিয়ের পিড়িতে বসেছেন দুর্নিবার। জামাই ষষ্ঠী নিয়ে বিশেষ প্ল্যানিং রয়েছে তো? এই বিষয়ে কী বলছেন দূর্নি এবং মোহর?
মোহর কলকাতায় থাকলেও, দুর্নিবার রয়েছেন শহর কলকাতার বাইরে। শিল্পী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, যেহেতু শহরের বাইরে রয়েছেন তাই জামাই ষষ্ঠী নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়। এমনকি তাঁরা সাফ এও জানিয়েছেন, এই প্রসঙ্গে কোনও কথা বলা সম্ভব নয়। সহজ ভাষায়, নিজের প্ল্যানিং ফাঁস করতে নারাজ তাঁরা! কিন্তু কেন? পূর্বের বিতর্ক এবং কটাক্ষের কারণেই কি এহেন সিদ্ধান্ত নিয়েছেন?
সেই বিষয়ে খোলসা না করলেও, কিছু প্ল্যানিং যে রয়েছে একথা একেবারেই পরিষ্কার। উল্লেখ্য, মার্চ মাসেই বিয়ে করেছেন দুজনে। দায়িত্ব নিয়ে বিয়ের পিঁড়ি ধরেছিলেন কর্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেকেই।