২০২০ সালে বিনোদন জগৎ কিছু কম মৃত্যু দেখেনি। বলিউড হোক কিংবা হলিউড, গত কয়েক মাসে অনেক তারকাকেই হারিয়েছেন গুণমুগ্ধ দর্শকরা। এবার জীবনাবসান ঘটল খ্যাতনামা স্কটিশ অভিনেতা শন কনারির (Sean Connery)। 'জেমস বন্ড' (James Bond)-এর একাধিক সিরিজে যিনি অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০।
পর্দায় তুখড় গোয়েন্দাগিরি দেখিয়ে দর্শকদের হতবাক করলেও চিরবিদায়টা মোটেই সেরকম নয়। ঘুমের মধ্যে একেবারে নিঃশব্দেই চলে গেলেন নবতিপর অভিনেতা। শন কনারিকে সর্বকালের সেরা জেমস বন্ড আখ্যা দিলেও হয়তো অত্যুক্তি হয় না। বিখ্যাত ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই অনবদ্য চরিত্রকে সিনেমার পর্দায় প্রাণ দিয়েছিলেন তিনিই। সর্বপ্রথম জেমস বন্ডের চরিত্রে দেখা গিয়েছিল এই স্কটিশ অভিনেতাকেই। যাঁকে কিনা এখনও সারা বিশ্ব সর্বকালের সেরা জেমস বন্ড বলে চেনে। সেই জনপ্রিয় অভিনেতাই একেবারে নিঃশব্দে চিরবিদায় জানিয়ে গেলেন দর্শকদের।
শন কনারির পরিবার সূত্রে খবর, দীর্ঘকাল থেকেই বেশ ভুগছিলেন অভিনেতা। শেষ বয়সে এসে থাকতেন বাহামা দ্বীপপুঞ্জে। সেখানেই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শন। মোট ৭টি জেমস বন্ড সিরিজে অভিনয় করেছিলেন তিনি। 'ডক্টর নো', 'ইউ অনলি লিভ টোয়াইট', 'ডায়মন্ডস আর ফরেভার', 'নেভার সে নেভার এগেইন'- একের পর এক ফিল্মে গোয়েন্দা বন্ডকে জীবন্ত করে তুলেছিলেন শন।
১৯৮৮ সালে অস্কারও পান।
এডিনবার্গের ছোট্ট বসতিতে শন বেড়ে ওঠেন। অভিনেতা হওয়ার আগে কফিন পালিশ করা, দুধ বিক্রি করা, নিরাপত্তারক্ষীর মতো একাধিক কাজ করেছেন তিনি। এরপর তাঁর শরীরচর্চার নেশাই তাঁকে অভিনয় জগতের সঙ্গে পরিচয় করায়। ব্রিটিশ এজেন্ট ০০৭ হিসেবে দর্শক তাঁকে চিরকাল মনে রাখবে। এই হলিউড অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে সিনেজগতে।