/indian-express-bangla/media/media_files/2025/03/30/GIN7sdlDkTO9EtljMAxO.jpg)
জাহ্নবীর হটনেস ওভারলোডেড।
Lakme Fashion Week: আপাদমস্তক কালো কোট পরে ব়্যম্পে আসতেই খুলে ফেলে দিলেন মাটিতে। খোলা চুল, উরু পর্যন্ত চেড়া অফ সোল্ডার কালো রঙের বডিকন ড্রেসে মোহময়ী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। রূপের আগুনে ঝলসে গিয়েছে ল্যাকমে ফ্যাশন উইকে উপস্থিত সকলের চোখ। শরীরের উন্মুক্ত অংশগুলো থেকে যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ছে। হাই-হিলে ব়্যম্পে হেঁটে যেতেই ছেঁকে ধরলেন পাপারাজ্জিদের ভূমিকায় থাকা পুরুষ মডেলরা।
মার্জার সরণিতে জাহ্নবী হাঁটতেই যেন সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়চড়িয়ে বৃদ্ধি পেয়েছে। ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রার পোশাকে লাস্যের ছটায় কুপোকাত জাহ্নবীর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে সো-স্টপার জাহ্নবীর ' ব্ল্যাক ম্যাজিক' ভাইরাল হতেই তপ্ত নেটপাড়া। আম জনতা জাহ্নবীর ফ্যাশন সেন্সের তারিফ করলেও মার্জার সরণিতে তাঁর হাঁটার নিয়ে ব্যাঙ্গাত্মক মত প্রকাশ করেছেন। অনেকে আবার প্রশ্ন করেছেন, আসল মডেলরা কোথায়? সেলিব্রিটিরাই তো আজকাল প্রকৃত মডেলদের জায়গাটা ছিনিয়ে নিচ্ছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জাহ্নবীকে অনুসরণ করেঅই মডেলরা তাঁর পিছনে হাঁটছেন। এই বিষয়টাকে নেটিজেনদের একাংশ ভাল নজরে দেখেননি। নেপো কিড বলেও কটাক্ষ ধেয়ে এসেছে জাহ্নবীর দিকে। হাই-হিলে জাহ্নবীর হাঁটার স্টাইলকে খোঁচা মেরে এক ব্যক্তি লিখেছেন, এ তো মনে হচ্ছে কোনও যুবতী প্রথমবার হাই হিল পরে হাঁটার চেষ্টা করছে।
অন্যদিকে ল্যাকমে ফ্যাশন উইকে নজর কেড়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী শানের আপাদ মস্তক কালো রঙের পিকক ড্রেসে ব়্যম্প মাতিয়েছেন করণ। গোলাপের ডিজাইন করা কোটের ভিতর ভি-নেকের স্বচ্ছ পোশাকে উন্মুক্ত চওড়া ছাতি। নজর কেড়েছে চোখে কালো চশমার সঙ্গে হাতে কালো নেলপলিশ, কানে দুল। করণের স্টাইল বরাবরই একটু হটকে। পুরুষালি সাজের চেয়ে একটু উলটো পথেই হাঁটেন করণ।