Janhvi Kapoor And Khushi Kapoor: চর্চিত প্রেমিক ভেদাঙ্গ রায়নার সঙ্গে শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সম্পর্কের চর্চা এখন পেজ ৩-র হট কেক। জোয়া আখতারের দ্য আর্চিজ-এ একসঙ্গে কাজ করেছেন দুজনে। আজকাল তো একাধিক জায়গায় সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন যুগলে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনে। তবে বিয়ে নিয়ে একেবারে দিলদার আলোচনায় মাতলেন শ্রীদেবীর আদুরে কন্যা খুশি কাপুর। বিয়ে নিয়ে কী প্ল্যানিং খুশির?
সিদ্ধার্থ কাননের সঙ্গে মনের কথা শেয়ার করলেন অভিনেত্রী। ছোট থেকেই ধুমধাম করে বিয়ের স্বপ্ন দেখতেন। তাঁর কথায়, 'আমি মুম্বইয়ে বড় হয়েছি। বিয়ের পরও বাবা যে বিল্ডিংয়ে থাকেন সেখানেই আমি থাকব। বাবার বাড়ির কাছাকাছিই থাকব। আমার পরিবারে থাকবে স্বামী, দুই সন্তান আর অনেক পোষ্য।'
খুশি-ভেদাঙ্গর সম্পর্ক কিন্তু, জুটির ভক্তদের বেশ পছন্দ। এই সম্পর্কে কবে তাঁরা সিলমোহর দেবেন এখন তারই অপেক্ষা। খুশি কাপুরের থেকে পুরো উলটো পথে হাঁটতে চান জাহ্নবী। তাঁর বিয়ে নিয়ে প্ল্যানিংয়ের সঙ্গে খুশির ইচ্ছের বিন্দুমাত্র সাদৃশ্য নেই। বরং জাহ্নবী চান একেবারে ছিমছাম বিয়ে। আর বিয়ের পর তীরুপতি গিয়ে থাকতে চান শ্রীদেবী কন্যা।
স্বামী সন্তান নিয়ে সুখের সংসার চান জাহ্নবী। তাঁর বিশ্বাস, সেখানে থাকবেন আর স্বামীর মাথায় তেল মাখিয়ে দেবেন। ছেলেমেয়েদের কলাপাতায় খাওয়াবেন। রক্তের সম্পর্কের দুই বোন কিন্তু, পুরো ভিন্নধর্মী দুটি মানুষ। সিদ্ধার্থ কাননের শোয়ে খুশিকে জিজ্ঞাসা করা হয় তিনি কখনও তাঁর বোনের মতো স্বপ্ন দেখেন?
অভিনেত্রীর সপাট জবাব, 'না, আমার বোন ওগুলো করতে ভালবাসে। কিন্তু, আমি অন্যরকম কিছু করতে চাই।' উল্লেখ্য, খুশি-ভেদাঙ্গ আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা জাহির করেননি। তবে ভক্তরা তাঁদের একসঙ্গে দেখতে ভালবাসেন। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল।
লিফটের বাইরে দুজনেই অপেক্ষারত। সেই সময়ই প্যাপেদের ক্যামেরবন্দি চর্চিত লাভবার্ডস। এই মুহূর্তে আপকামিং মুভি Loveyapa-র প্রচারে ব্যস্ত খুশি কাপুর। আগামী ৭ ফেব্রুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পাবে খুশি-জুনায়েদের এই নতুন ছবি। নতুন জুটি দর্শকের মনে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।