অভিনেত্রী জাহ্নবী কাপুর এই সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া ভদোদরা সড়ক দুর্ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে গুজরাটের ভদোদরার অভিজাত কারেলিবাগ এলাকায় একটি দ্রুতগামী গাড়ি তিনটি মোটরবাইক ও পথচারীকে ধাক্কা দিলে এক মহিলা নিহত ও সাতজন আহত হন। গাড়ির চালক রক্ষিত চৌরাসিয়া ও তাঁর সহযাত্রী প্রাংশু চৌহানকে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে আসছেন রক্ষিত চৌরাসিয়া। চৌহানকে যখন চৌরাসিয়ার খপ্পর থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে দেখা যায় এবং দুর্ঘটনার জন্য তার উপর দোষ চাপাতে দেখা যায়, তখন চৌরাসিয়াকে পুনরাবৃত্তি করতে শোনা যায়, "আরেক রাউন্ড"।
এরপরেই গাড়ি থেকে বেড়িয়ে সে অদ্ভুত আচরণ করতে থাকে। চিৎকার চেঁচামেচি থেকে ঈশ্বর নাম সব করতেই দেখা যায় তাঁকে। এবং তার চারপাশের মানুষের অস্বস্তি দেখেও তাঁদের আশঙ্কা দেখেও অদ্ভুত আচরণ থামানো তো দূর বরং সেই ব্যক্তি গা-জোয়ারি করতে থাকে। কিছু মন্তব্য এমনও দেখা যায় যে মানুষ সহ্য করছে কী করে এসব?
/indian-express-bangla/media/post_attachments/ea28a0bd-d0c.png)
এটিকে 'ক্রুদ্ধ' এবং 'আতঙ্কজনক' বলে অভিহিত করে অভিনেত্রী জাহ্নবী কাপুর তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুর্ঘটনা সম্পর্কে একটি ভিডিও পুনরায় শেয়ার করেছেন এবং লিখেছেন, "এটি আতঙ্কজনক এবং ক্রুদ্ধ আচরণের বহিঃপ্রকাশ। আমার গা গুলিয়ে উঠছে, অসুস্থ বোধ করছি। এই ধরণের আচরণ এমন কিছু করে যদি তারা পার পেয়ে যেতে পারে, এটা সাংঘাতিক। নেশাগ্রস্ত হোক বা না হোক এটা অন্যায়।
প্রসঙ্গে, জাহ্নবী কাপুরকে সর্বশেষ জুনিয়র এনটিআরের সাথে তেলুগু ছবি দেবারাতে দেখা গিয়েছিল। সিদ্ধার্থ মালহোত্রার সাথে তার পরম সুন্দরী ছবি নিয়ে আলোচনা চলছে। এছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে একটি ছবিতেও তাঁকে দেখা যেতে চলেছে।