একবছর আগে এই দিনেই আচমকা সবাইকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছিলেন ভারতের একমাত্র মহিলা সুপারস্টার। মৃত্যুকালে শ্রীদেবীর বষয় হয়েছিল ৫৪ বছর। শ্রীদেবীর হাত জড়িয়ে রয়েছেন জাহ্নবী, মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে, ইনস্টাগ্রামে এমনই ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ''আমার মন সবসময় ভারী থাকবে, কিন্তু তবুও হাসব কারণ আমি জানি তুমি আমার সঙ্গে রয়েছ''।
২০১৮র ২৪ ফেব্রুয়ারী, দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাতুর হয়ে পড়ে সিনেমাপ্রেমীসহ পুরো বলিউড। তালিকায় ছিলেন রজনীকান্ত, আমির খান, কমল হাসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেন ও শ্রীদেবীর পরিবারের প্রতি সমবেদনা জানান।
বলিউডের চাঁদনীর মৃত্যুতে ভারতীয় সিনেমার ক্ষতি অপূরণীয়। শাহরুখ খানে ছবি জিরোতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জিরো।
View this post on InstagramMy heart will always be heavy. But I’ll always be smiling because it has you in it.
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on
আরও পড়ুন, প্রয়াত প্রযোজক রাজ কুমার বরজাতিয়া
জুলি (১৯৭৫) ছবি দিয়ে শিশু শিল্পী হিসাবে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন শ্রীদেবী। তিনি এত বড় অভিনেত্রী ছিলেন যে তাঁকে ভারতের মহিলা সুপারস্টার বলা হত। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছে। ২০১৭ সালে শ্রীদেবী অভিনীত ছবি মম, বক্সঅফিসে আসাধারণ সাফল্য পেয়েছিল। শ্রীদেবীর দেখিয়ে দেওয়া রাস্তাতেই চলছেন জাহ্নবী কাপুর। করণ জোহর প্রোডাকশনের ধড়ক ছবির মাধ্যমে গত জুলাইয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। ছবিতে জাহ্নবীর বিপরীতে ছিলেন ইশান খট্টর। ছবি পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতান। জনপ্রিয় মারাঠি ছবির সাইরাতের রিমেক ধড়ক খুব ভাল রিভিউ না পেলেও বক্সঅফিসে সাফল্য কুড়িয়েছিল।
ফারহা খানও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীদেবীকে। মিস হাওয়া হাওয়াইকে স্মরণ করেছেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুরও।
Read the full story in English