Advertisment

Janhvi Kapoor: বাথরুম থেকে মিরর সেলফি, খোলা পিঠে কী দেখালেন 'পরম সুন্দরী' জাহ্নবী!!

Janhvi Kapoor Mirror Selfie: বাথরুম থেকে মিরর সেলফি পোস্ট করলেন জাহ্নবী কাপুর। অ্যাক্টিভওয়ার ক্রপ টপ পরে কী দেখালেন শ্রীদেবী কন্যা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actress janhvi Kapoor shared she had accident while training on new film

খোলা পিঠে কী দেখালেন 'পরম সুন্দরী' জাহ্নবী!!

Janhvi Shows SunBurn: বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। একাধিক বলিউড মুভিতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা। এই মুহূর্তে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে কোচিতে রোম্যান্টিক কমেডি 'পরম সুন্দরী'-র শুটিং করছেন। প্রখর রোদের মধ্যে শুটিং করছেন জাহ্নবী। ইনস্টা হ্যান্ডেলে সেই নমুনা শেয়ার করলেন খোদ অভিনেত্রী।

Advertisment

রূপোলি দুনিয়ার তারকাদের জীবনযাপন সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে। কিন্তু, সেই 'লাক্সরি' লাইফস্টাইলের নেপথ্যে থাকে কঠিন জার্নি। পর্দার সুন্দরীরা খোলামেলা পোশাক পরলে সেই নিয়ে বিস্তর চর্চা হয়। কিন্তু, অনেকসময় এইরকম পোশাকের পিছনে থাকে অজানা অনেক কাহিনি। ঠিক যেমন জাহ্নবীর। 

মিররে সেলফিতে সেই ছবিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। কমলা রঙের শর্টস আর অ্যাক্টিভওয়ার ক্রপ টপে স্পষ্ট পিঠের রোদে পোড়া দাগ। ইনস্টা স্টোরিতে সেই ছবি পোস্ট করে নিজেই লিখেছেন, 'পোড়া দাগ।' সামনে বাথটব আর আয়নার সামনে নিজেকে ক্যামেরাবন্দি করে আরও একটি বিষয় স্পষ্ট করে দিলেন বাথরুম থেকে সেলফি পোস্ট করেছেন গ্ল্যাম ডিভা জাহ্নবী কাপুর।

Advertisment

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়, এর আগেও শুটিংয়ের সময় আগেও অনেক কষ্ট সহ্য করেছেন। 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শুটিংয়ের সময় ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পেয়েছিলেন জাহ্নবী। দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে সে এক মারাত্মক ঘটনা। 'গুঞ্জন সাক্সেনা: দ্যা কার্গিল গার্ল'-র শুটিংয়ের সময় তো অস্ত্রোপচার করতে হয়েছিল।

'মিলি'-র শুটিংয়ের সময় একটানা ১৫ ঘণ্টা ফ্রিজারের মধ্য ঢুকেছেন-বেরিয়েছেন। এর ফলে বাড়ি এসে পুরো শরীরে অসহ্য যন্ত্রণায় ছটফট করতেন। পেইনকিলারের সাহায্যে একটু আরাম পেতেন। সাংবাদিক সম্মেলনে সেই কথা নিজেই বলেছিলেন অভিনেত্রী। ২০১৫-এর ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে সিদ্ধার্থ মলহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত 'পরম সুন্দরী'।

নতুন জুটির রোম্যান্টিক কমেডি মুভির অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। বরুণ ধাওয়ানের সঙ্গে 'সানি সংস্কারি কি তুলসি কুমারি'-তেও থাকছেন জাহ্নবী কাপুর। এছাড়াও তেলুগু মুভি 'RC 16'-ও দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী। 

bollywood movie Janhvi kapoor Bollywood News bollywood actress
Advertisment