Eid Ul Fitr: হারাম শরিফে বই পড়ছেন জন্নত জুবের-মোবাইলে ব্যস্ত রিম শেখ, ইদের দিন রিমের কীর্তিতে তোলপাড় নেটপাড়া

Jannat Zubair-Reem Shaikh: ইদের দিন হারাম শরিফে মোবাইলে ব্যস্ত অভিনেত্রী রিম শেখ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ধেয়ে এসেছে কটাক্ষ।

Jannat Zubair-Reem Shaikh: ইদের দিন হারাম শরিফে মোবাইলে ব্যস্ত অভিনেত্রী রিম শেখ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ধেয়ে এসেছে কটাক্ষ।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
মোবাইলে ব্যস্ত রিম শেখ

মোবাইলে ব্যস্ত রিম শেখ

Jannat Zubair-Reem Shaikh Eid:৩১ শে মার্চ খুশির ইদ। আর এই ইদ উপলক্ষে উমরাহ করতে গিয়েছেন ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখ রিম শেখ ও জন্নত জুবের। লাফটার শেফেও অংশ নিয়েছিলেন তাঁরা। শোয়ের বেশ কিছু ছবি নিজেরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। এই মুহূর্তে উমরাহ-এর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে রিমের পরনে সাদা বোরখা আর জন্নত পরেছেন কালো রঙের বোরখা।  Haram Sharif-এ একদিকে যখন জন্নত জুবের মন দিয়ে আরবি ভাষায় কিছু একটা পড়ছেন তখন রিমের চোখ ফোনের দিকে।

Advertisment

তাঁর এই ফোন ঘাটা-টা ভাল নজরে দেখছে না নেটিজেনের একাংশ। জন্নত-রিমের অগুনতি ভক্ত রয়েছে। তাঁরা প্রিয় দুই নায়িকার প্রশংসা করলেও, Haram Sharif-এ বসে রিম শেখের মোবাইলে ব্যস্ত থাকা নিয়ে আপত্তি জানিয়েছে। এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকের। ওখানে মোবাইল ব্যবহার করতে গিয়েছেন কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন নেটনাগরিকরা। 

Advertisment

সাম্প্রতিক অতীতে জন্নত তাঁর প্রথম রোজা পালনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। মাত্র ১১-১২ বছর বয়স থেকে রোজা পালন করছেন। ২০১৪-এ Maharana Pratap-এর শুটিং সেটেই রোজা পালন করেছিলেন। সেই সময় রোজার দারুণ অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন জন্নত জুবের। সন্ধ্যায় ইফতারের সময় সকলে যখন একসঙ্গে খেতে বসতেন তখন খুব আনন্দ হত। সকলের মনপসন্দ খাবার সেটেই তৈরি করে দেওয়া হয়। একসঙ্গে ৭০ থেকে ৮০ জন যখন খেতে বসত তখন সেখানে একটা উৎসবের আমেজ তৈরি হত। রিম শেখও তাঁর ভক্তির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

তানি বলেছিলেন, 'আজ থেকে চার বছর আগে আমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ ছিলাম। এখন নিজেকে পুরো বদলে ফেলেছি। একটা সময় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আল্লাহ-ই তখন আমাকে সঠিক পথ দেখান। জীবনে এমন অনেক কিছু ঘটেছে যা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব। কোনও কিছুর জন্য আমাকে কোনওজিন মা-বাবা, অন্য কেউ কখনও জোর করেননি। এইরকমই একটা পরিবার প্রয়োজন যেখানে সকলের সাহায্যে নিজের একটা পরিচয় তৈরি করা যায়। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে আমি ধন্য আর মুসলিম হিসেবে পরলোকে যেতে পারলে সেটা আমার কাছে আল্লাহ-র আশীর্বাদ হবে।'

eid Hindi Television hindi serial