Actress Passed away: একের পর এক শুধু তারকার মৃত্যু! আবারও শোনা যাচ্ছে আরেক তারকার মৃত্যুর খবর। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি থেকে। কিছুদিন আগেই পাকিস্তানে এমন মর্মান্তিক ভাবেই এক অভিনেত্রীর মৃত্যু হয়। নয় দশ মাস ধরে, তাঁর মৃতদেহ পচে এমন জায়গায় পৌঁছেছিল যে ময়নাতদন্ত পর্যন্ত করা সম্ভব ছিল। ডিএনএ পর্যন্ত ম্যাচ করা হচ্ছিল না। সেরকমভাবে আরেক অভিনেত্রীর মৃত্যুর খবর শোনা যাচ্ছে।
মাত্র ৪৫ বছর! হাতে গুনে মাত্র ৪৫ বছর। তাঁর মধ্যেই চলে গেলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবর তাঁর অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে। এমনকি, সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল। অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি থেকে। প্রসঙ্গে জাপানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, নাগিকো টোনো। তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনাচ্ছে প্রতিনিয়ত। কী লেখা হয়েছে তাঁর মৃত্যুর খবর জানিয়ে? অভিনেত্রী তাঁর পোষ্য সন্তানের জন্য বহুদিন ভাল করে বেঁচেছেন। কিন্তু, তারপর আর শেষরক্ষা হল না। যারা কারওর জন্য বাঁচেন, তাঁরা জানেন।
টোনো, তাঁর আসল নাম আকিমি আওকি - নানা ছবি এবং ড্রামায় কাজ করেছেন। কিন্তু, তাঁর এই মৃত্যু নেহাতই সহজ এবং স্বাভাবিক না। বরং, দেখা যাচ্ছে বেশ কিছুদিন আগেই তাঁর মৃতদেহের হদিশ মিলেছিল। নিজের বাড়িতে বহুদিন আগেই মৃত্যু হয় তাঁর। ৩ জুলাই থেকে তাঁর বডি ওখানে ছিল। তাঁর টোকিও অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় দেহ। সংবাদ মাধ্যম টোকিও স্পোর্টস সূত্রে খবর, এক পরিচিত ব্যক্তি মারফত তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর...
/indian-express-bangla/media/post_attachments/uploads/images/2025/07/18/3422792-415717.webp)
অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত স্তরে একজনের পরিচয় ছিল। ফোনে তাঁর খোঁজ না পেয়েই অভিনেতার খোঁজে তিনি অ্যাপার্টমেন্টে যান। এবং, সেখানে গিয়েই তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। এমনকি, এও জানা গিয়েছে পুলিশ মারফত, যে সেই মৃতদেহটি আদৌ অভিনেত্রীর কিনা সেটাও বোঝা সম্ভব হচ্ছিল না, এতটাই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল সেটি। শনাক্তকরণে সময় লাগবে এমনটাও জানা গিয়েছিল। যদিও, তাঁরা সাফ জানিয়েছেন, যে এটি নেহাতই দুর্ঘটনা, আত্মহত্যা না।
ছয় বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। এবং তারপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর অকাল প্রয়াণ নিয়ে পরিবারের তরফে অনেকেই নানা মন্তব্য রেখেছেন। কেউ কেউ তাঁকে ভালবাসার জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন।