Jasmine Roy: ইন্ডাস্ট্রির নায়কদের সঙ্গে প্রেম অতীত, কাকে মন দিলেন টেলিভিশনের নায়িকা?

Jasmine Roy introduced lover: তাঁর কাঁধে মাথা রেখে একটি ছবি, যেটিকে তিনি গিবলি আর্ট বানিয়েছেন, সেটি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখলেন... 'আমি তোমার...'

Jasmine Roy introduced lover: তাঁর কাঁধে মাথা রেখে একটি ছবি, যেটিকে তিনি গিবলি আর্ট বানিয়েছেন, সেটি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখলেন... 'আমি তোমার...'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jasmine roy- tollywood

Jasmine Roy News: কী বলছেন জেসমিন তাঁর প্রেম প্রসঙ্গে? Photograph: (Instagram)

Ghibli আর্টে মজে গোটা দুনিয়া। যে যেমন পারছে, ঠিক তেমনই নিজেদের নানা ধরনের কার্টুন ইমেজ তৈরি করছেন। এবং সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে এই ছবিতে। তারকারাও বাদ পড়েননি এই ট্রেন্ড থেকে। কিন্তু, যেকথা না বললেই নয়, এই ট্রেন্ডের সুযোগ নিয়েই অনেকে অনেক কাণ্ড করেছেন।

Advertisment

অনেক তারকাই এই সুযোগে নিজের কাছের মানুষের ছবি দেখিয়ে দিয়েছেন। যারা প্রেম করছেন বলে কেউ জানতেন না, তাঁদের জীবনের কাছের মানুষটিকে দেখে কেউ কেউ যেমন অবাক হয়েছেন, আবার কেউ কেউ মিষ্টি শব্দে কটাক্ষ পর্যন্ত করেছেন। যেমন? এই সুযোগেই অভিনেত্রী জেসমিন রায় নিজের জীবনে যে অন্য একজন মানুষ এসেছেন সেকথা জানিয়ে দিয়েছেন। 

তাঁর কাঁধে মাথা রেখে একটি ছবি, যেটিকে তিনি গিবলি আর্ট বানিয়েছেন, সেটি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখলেন..."আমি তোমার প্রেমে পড়ছি বারবার।" এখানেই শেষ না। তিনি আরেকটি ইমেজ শেয়ার করেছেন। একথা, অজানা নয় যে তিনি এই ইন্ডাস্ট্রির বুকে বহুবার প্রেমে পড়েছেন। একসময় রেহান রায় থেকে গৌরব বহু মানুষের প্রেমে পড়েছেন তিনি। সেই সম্পর্ক টেকেনি। তবে এবার যার প্রেমে পড়েছেন... 

Advertisment

অভিনেত্রীর সঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে জিজ্ঞেস করা হলে তিনি হাসিমুখেই জবাব দিয়েছেন। কিন্তু, সবটাই আড়ালে রেখেছেন। অভিনেত্রী জানিয়েছেন, এখনই কী? এখন সবটা না জানাই থাক। তবে তিনি এটুকু বলেছেন, তাঁর সেই কাছের মানুষ ইন্ডাস্ট্রির নয়। অভিনয় পেশার সঙ্গে যুক্ত না। এদিকে, তাঁর ভক্তরা অনেকেই তাঁর এই কাণ্ডে শোরগোল পাকিয়েছেন। কেউ বলছেন...

এই সুযোগে যেমন প্রেমিককে দেখিয়ে দিলেন। ঠিক তেমনই, নজরও লাগল না। আবার কেউ বললেন, তুমি ভাল কিছুর দাবি রাখো।

tollywood news Tollywood Actress tollywood Jasmine