শীতকাল মানেই গ্রামবাংলায় যাত্রা কিংবা বিচিত্রানুষ্ঠানের মরসুম। কিন্তু গত দেড় বছর ধরে ধুঁকছে যাত্রাশিল্প। বাংলার প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরা সারা বছর যে মরসুমের অপেক্ষায় থাকেন। কারণ, সেখান থেকেই দু-বেলা পেট ভরানোর অর্থ মেলে। তবে বাজার এখন মন্দা। কারণ, অন্যান্য ক্ষেত্রের মতো তাঁদের শিল্পেও থাবা বসিয়েছে করোনা। অতিমারী দাপটে প্রায় বিপর্যস্ত হয়ে উঠেথিল গ্রাম-বাংলা, শহরতলীর শিল্পীদের জীবনযাপন। গতবছর করোনার থাবা হালকা হতেই যখনই প্রস্তুতি শুরু হয়েছিল শীতকালীন অনুষ্ঠানের জন্য, ঠিক তখনই আবার বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড। তবে রাজ্য সরকার এবার যাত্রাপালার ক্ষেত্রে বিশেষ ছাড় দিল।
সোমবার ফের কোভিডবিধি শিথিল করল রাজ্য সরকার। নবান্নের তরফে ঘোষণা হয়েছে, মঙ্গলবার থেকে রাত ৯টা অবধি ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজন করা যাবে যাত্রা অনুষ্ঠানের। খোলা আকাশের নীচে হলে, সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবেন। আর ইন্ডোর কোনও মঞ্চে হলে, সেখানে যাবতীয় কোভিড বিধি মেনে ২০০জন দর্শক উপস্থিত থাকতে পারবেন। কিংবা সেই হলের কলেবর যদি আয়তনে ছোট হয়, সেক্ষেত্রে ৫০ শতাংশ দর্শকই থাকতে পারবেন।
অন্যদিকে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনার বাড়বাড়ন্তের জন্য টেলিপাড়া কিংবা সিনেমার আউটডোর শুটিংয়ে বিধিনিষেধ জারি হয়েছিল। তবে মঙ্গলবার থেকে ৫০ শতাংশ কলাকুশলী নিয়ে আউটডোর শুটিংয়ের অনুমতি দিল রাজ্য সরকার। তবে সেটে যথাযথ দূরত্ববিধি মেনে চলা আবশ্যক। এছাড়াও মাস্ক পরে থাকতে হবে। সমস্তরকম কোভিড প্রোটোকল মেনেই আউটডোর শুটিং চালাতে পারে সিনেমা, সিরিয়াল নির্মাতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন