Javed akhtar On Pakistan: 'পাকিস্তানে যাওয়ার থেকে নরকে যাওয়া শ্রেয়', শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ আখতার

Javed akhtar On pakistan: পহেলগাঁও-তে নিরীহ পর্যটকদের উপর পাকজঙ্গি হামলায় সুর চড়িয়েছিলেন জাভেদ আখতার। অপারেশন সিন্দুর নিয়েও মুখ খুলেছেন। তখনও কটাক্ষের শিকার হয়েছিলেন। শনিবার মুম্বইয়ে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের বইপ্রকাশ একটি অনুষ্ঠানে শত্রুদেশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, পাকিস্তানের চেয়ে নরকে যাওয়া ভাল।

Javed akhtar On pakistan: পহেলগাঁও-তে নিরীহ পর্যটকদের উপর পাকজঙ্গি হামলায় সুর চড়িয়েছিলেন জাভেদ আখতার। অপারেশন সিন্দুর নিয়েও মুখ খুলেছেন। তখনও কটাক্ষের শিকার হয়েছিলেন। শনিবার মুম্বইয়ে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের বইপ্রকাশ একটি অনুষ্ঠানে শত্রুদেশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, পাকিস্তানের চেয়ে নরকে যাওয়া ভাল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ

শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ

Javed akhtar Comment: বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার জাভেদ আখতার সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। যে কোনও বিষয়ে নিজের উল্লেখযোগ্য মতামত প্রকাশ করেন। অনেক সময় প্রশংসিত হন আবার বহুক্ষেত্রে ধেয়ে আসে কটাক্ষ। যদিও সেসব মোটেই গায়ে মাখেন না জাভেদ।  পহেলগাঁও-তে নিরীহ পর্যটকদের উপর পাকজঙ্গি হামলায় সুর চড়িয়েছিলেন। অপারেশন সিন্দুর নিয়েও মুখ খুলেছেন। সেই সময়ও কটাক্ষের শিকার হয়েছিলেন। শনিবার মুম্বইয়ে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের বইপ্রকাশ একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানেও শত্রুদেশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, পাকিস্তানের চেয়ে নরকে যাওয়া ভাল। 

Advertisment

তিনি হেঁয়ালি করে বলেন, তাঁর এই প্রতিবাদী ইমেজের জন্য অনেক কাছে পছন্দের পাত্র আবার অনেক সময়ই দুই তরফেই কটাক্ষের বাণে বিদ্ধ হন। বিষয়টি ব্যখা করতে গিয়ে জাভেদ আখতার বলেন, 'যদি আপনি এক পক্ষের হয়ে কথা বলেন তাহলে অপর পক্ষ রেগে যায়। আবার যদি একদল মানুষের প্রসঙ্গে কথা বলা হয় তাহলে অপর একদল মানুষ অখুশি হয়। আমার হোয়াটসঅ্যাপ আর এক্স হ্যান্ডেলে সেই নজির রয়েছে। অনেকেই আছেন যাঁরা আমাকে পছন্দ করেন। আমার প্রশংসা করেন। আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগান। একইসঙ্গে এটাও সত্যি যে উভয়পক্ষের চরমপন্থীরা আমাকে গালমন্দ করে। যদি কোনও এক পক্ষ থেমে যায় আমি চিন্তিত হয়ে পড়ি। ভাতে শুরু করি যে, আমার কোনও ভুল হচ্ছে?'

Advertisment

আরও যোগ করেন, 'একপক্ষ আমাকে বলে কাফির, আপনি জাহান্নামে যান। অপরপক্ষের মত আপনি জেহাদি, পাকিস্তানে যান। যদি আমার কাছে দুটি অপশন থাকে অর্থাৎ পাকিস্তান আর নরক তাহলে আমি নরকে যাওয়াই পছন্দ করব। কারণ আমার মতে পাকিস্তানের চেয়ে নরক শ্রেয়। আমার বয়স যখন ১৯ বছর তখন মুম্বই এসেছিলাম। আজ আমার যে পরিচিতিটা তৈরি হয়েছে সেটা এই শহরটার জন্যই।' 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন জাভেদ আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান কী ভাবে একটা সময়ে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন। যার জেরে ব্যক্তিগতজীবন ও কর্মজীবন দুইয়ের উপর কেমন প্রভাব পড়েছিল। অতীতের সেই দুঃসময়ের কথা বলতে গিয়ে বলেন, তিনি নিয়মিত মদ্যপান করতেন। বিশেষ করে যখন একা থাকতেন। শুধু তাই নয়, ১৮ বোতল বিয়ার অনায়াাসে খেয়ে ফেলতেন জাভেদ আখতার। সেই জন্য ভেঙেছিল প্রথম বিয়েও। দ্বিতীয় স্ত্রী শাবানা আজমিও জাভেদের অতিরিক্ত মদ্যপান নিয়ে বহুবার মুখ খুলেছেন।  

আরও পড়ুন '১৮ বোতল বিয়ার খেতাম', অতিরিক্ত মদ্যপানে বিবাহবিচ্ছেদ! জনপ্রিয় তারকার জীবন কাহিনি শুনলে চোখে জল আসবে

bollywood songs Bollywood Lyricist bollywood movie Bollywood News Javed Akhtar