বিতর্ক পিছুই ছাড়ছে না কঙ্গনা রানাউতের। ফের বিপাকে পড়লেন কন্ট্রোভার্সি ক্যুইন। এবার প্রখ্যাত লেখক-গীতিকার জাভেদ আখতার মানহানির মামলা দায়ের করলেন অভিনেত্রীর বিরুদ্ধে। একটি বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলে গীতিকারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কঙ্গনার বিরুদ্ধে। আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে।
জানা গিয়েছে, টিভি চ্যানেলের অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জাভেদ আখতারের নাম যোগ করেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। বহু মানুষ দেখেছেন। সেই নিয়ে অন্য চ্যানেল গুলিও খবর করেছে। সেই কারণে কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাভেদ আখতার। এদিকে, এদিনই কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলিকে দ্বিতীয়বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে পুলিশ অভিনেত্রী ও তাঁর বোনের বিরুদ্ধে মামলা রুজু করেছে আদালতের নির্দেশে।
আরও পড়ুন করোনা-ভয় অতীত! খুব শিগগিরিই নয়া ছবির শুটিং শুরু করতে চলেছেন সলমন
বর্তমানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কঙ্গনা হিমাচল প্রদেশে রয়েছেন। তাই বান্দ্রা থানায় তিনি পুলিশের সঙ্গে দেখা করতে পারছেন না বলে জানা গিয়েছে। কিন্তু পুলিশ ফের তাঁকে নোটিস দিয়ে জানিয়েছে, ১০ নভেম্বর থানায় হাজির হতে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন