/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/animal.jpg)
রণবীরের অ্যানিম্যাল
Javed Akhter on 'Animal': রণবীর কাপুর ( Ranbir Kapoor ) বছর দুয়েক আগে দুটি ফিল্ম রিলিজ করলেও তাঁর স্ক্রিনে জনপ্রিয়তা বেড়েছে অ্যানিম্যাল ( Animal the movie ) দিয়েই। ভায়োলেন্স কিংবা উষ্ণ দৃশ্যের নিরিখে অভিনেতার এই ছবি প্রায় ৯০০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে।
যদিও, এই ছবির প্রসঙ্গে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বলেছেন এমন সিনেমা হয় না আবার কারওর কথায় ছবিতে কোনও মেসেজ নেই বরং টক্সিক তকমা পেয়েছে এই ছবি। রণবীর কাপুরের বলা বেশ কিছু সংলাপ এমনকি বেশ কিছু দৃশ্যে চোখ ঢেকেছিলেন অনেকেই। আর, এবার গীতিকার জাভেদ আখতার ( Javed Akhter ) লজ্জায় মাথা নামিয়ে নিলেন।
দীর্ঘদিন ধরে তিনি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। নানা ধরনের ছবি দেখেছেন। কিন্তু অ্যানিম্যাল দেখে তিনি অনুতপ্ত। গীতিকার সম্প্রতি এই নিয়েই মুখ খুলেছেন। বিশেষ করে সিনেমা থেকেই মানুষের নানা ধারণা পাল্টায় আবার সৃষ্টি হয়। সেখানে দাঁড়িয়ে একটি সিনেমা এসব শেখাবে? মেনে নিতে পারেন নি তিনি। শিল্পী বলেন, "হিরো বিষয়টা খুব সাংঘাতিক। শুরুর দিন থেকেই অ্যাংরি ইয়াং ম্যান হিরো খুব নাম করেছে কিন্তু এটা যেটা দেখানো হয়েছে সেটা খুব অস্বস্তিকর। হিরো, সবসময় সঠিক পথে ইনসাফ করে। এখনকার লেখকদের ভাবা উচিত, নইলে মুশকিল। ভাল খারাপ সাফ দেখানোর আড়ালে যা খুশি তাই করলে হয় না।"
আরও পড়ুন - Shreemoyee-Kanchan: ‘কাঞ্চনকে আর পোষাচ্ছে না?’ ভালবেসে মুখ দিয়েই কেক খাওয়ালেন শ্রীময়ী…
জাভেদ সাহেব আরও যোগ করেন, "এরকম একটি সিনেমা যেখানে একজন হিরো একজন নায়িকাকে জিজ্ঞেস করছে আমার জুতো চাটো, সেই ছবি সকলের পছন্দ হচ্ছে! ভয়ঙ্কর পরিস্থিতি। সিনেমাটা সুপারহিট হল, এটাই তো আতঙ্কের। আমার মনে হয়, এখন দর্শকদের ওপর বেশি দায়িত্ব থাকে নির্মাতাদের তুলনায়। ওরাই সিদ্ধান্ত নেয় যে কোন ছবি হিট আর কোনটা ফ্লপ।"
এককথায় রেগে আগুন জাভেদ। যদিও, বলিউড থেকে দক্ষিণী সিনেমার তারকাদের তরফে বেজায় ভাল রিভিউ এসেছে। আবার বিতর্ক হয়েছে চুটিয়ে। পরিচালক থেকে রণবীর নিজে, সেই জেরায় বাদ পড়েননি কেউই।