Advertisment
Presenting Partner
Desktop GIF

Jawan: উত্তেজনায় সারারাত ঘুম নেই! আলো ফুটতেই 'জওয়ান' দেখলেন নীল-তৃণা

ভারতে প্রথম ভোর ৫টায় শো! কিং খানের ক্রেজে গা ভাসিয়েছেন ভক্তরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jawan, jawan first day first show, jawan show timings, jawan shah rukh khan

জওয়ান ঝড়ে নীল তৃণা! এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

ভোর ৫টার শো! ভারতে এই প্রথমবার, সিনে দুনিয়ায় শাহরুখের জওয়ান এমন ছবি যার জন্য ভোর ৫টায় শো রাখতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা। গতকাল রাত থেকেই চরম উন্মাদনা, ঘুম নেই। এমন পরিস্থিতিতে বাদ গেলেন নীল তৃণা নিজেও।

Advertisment

সকাল ৫টার শো দেখে হল থেকে বেরলেন নীল এবং তৃণা। টলিপাড়ার তারকা দম্পতির মনে উচ্ছাসের শেষ নেই। এবছর শাহরুখের দ্বিতীয়বার স্ক্রিনে আসা, শাহরুখ  কামাল করে দিয়েছেন। কিন্তু, সারাদিনের শো বাকি পরে আছে তাহলে ভোর পাঁচটার শো কেন? নীল এবং তৃণা শো শেষে বেরিয়ে বললেন...

শাহরুখ খান, ফার্স্ট ডে না হলে হয়? কিং খান বলে কথা। দশের মধ্যে ১০০! স্ক্রিপ্ট, অ্যাকশন, ক্যামেরা, ডিরেকশন সব মিলিয়ে ফাটাফাটি। আমাদের বলার নেই কিচ্ছু। শুধু এটুকুই বলব, স্পয়লার চাইছিলাম না, তাই ভোর ৫টায় শো দেখেছি। সারারাত কাল ঘুম আসে নি। বন্ধুরা সবাই উত্তেজিত ছিল। আমরা তো প্রচণ্ড উপভোগ করেছি।

জওয়ান, আজই রিলিজ করেছে ছবি। শাহরুখ, ঝড়ে কাবু গোটা দেশ। কিং খানের প্রথম দক্ষিণী তারকাদের সঙ্গে কোলাবরেশন। একই অঙ্গে ভিন্ন রূপ এই ছবিতে তাঁর। শাহরুখ ভক্তরা সকাল হতেই হানা দিয়েছেন অন্য সিনেমাহলে।

Neel Bhattacharya jawan SRK Birthday bollywood Entertainment News
Advertisment