সারা দেশে শাহরুখ ম্যাজিক। কেরিয়ারের এখনও পর্যন্ত বিরাট বড় হিট। শুধু তাই নয়, নিজের ছবিকেই টেক্কা দিয়ে শাহরুখ হয়ে উঠলেন ইন্ডাস্ট্রির মসিহা? চারবছর পর্দায় না থাকার পরেও কীভাবে করলেন এই কামাল?
গতকাল, শাহরুখের প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল ১২৯ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। সারা বিশ্বজুড়ে শাহরুখের জওয়ান তোলপাড় ফেলে দিয়েছে। অন্যদিকে, গতকাল রাত পেরোতে না পেরোতেই অন্য রেকর্ড! ভারতীয় হিন্দি ছবির দৌড়ে বক্স অফিসে এমন হিট একটাও নেই বলেই দাবি ট্রেড অ্যানালিস্টদের। গোটা দেশে সিনেমাহলে মানুষ ছুটে গিয়েছেন শুধু একটি মানুষের টানে।
শাহরুখ খান, দুমাস পর বয়স দাঁড়াবে ৫৮ বছর। কিন্তু অ্যাকশনে তিনি স্ক্রিন কাঁপিয়ে দিয়েছেন এটুকু বলাই যায়। দেশের বৃহত্তম রোমান্টিক হিরো যে কিভাবে অ্যাকশন হিরোও হয়ে গেলেন ধরতেই পারলেন না তাঁর ভক্ত এবং দর্শকরা। গতকাল, অর্থাৎ দ্বিতীয় দিনে শাহরুখের জওয়ান ব্যবসা করেছে ৫৩ কোটির। কেবলমাত্র ভারতের বুকে দুদিনে এই ছবি বক্স অফিসে দিয়েছে ১২৭ কোটি টাকা। আর বিশ্বজুড়ে?
আরও পড়ুন - বাংলার বুকে ১০০% দর্শক! ২য় দিনেও লক্ষ লক্ষ বুকিং, শো বাড়ল ‘জওয়ানে’র?
শুরুর দু দিনের মধ্যেই ২০০ কোটি পার! বক্স অফিস ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে বিশ্বজুড়ে, ২৩০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, হাউসফুল। চেন্নাই থেকে আমেদাবাদ, কলকাতা থেকে শহরাঞ্চল, শাহরুখ ম্যানিয়ায় ভাসছে গোটা দেশ। যদিও বা শাহরুখ ছবি রিলিজ করেছেন বৃহস্পতিবার। তবে...
সপ্তাহের শেষ দুদিন, অর্থাৎ আজ এবং কাল... মারাত্মক ব্যবসার আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। রবিবার ছুটির দিন হওয়ার কারণে সেদিন হল ভর্তি হওয়ার সম্ভাবনা দেখছেন তাঁরা। উল্লেখ্য, শাহরুখ এর এই ছবি বাংলাদেশের বুকেও রিলিজ করেছে। এবার, আর পাঠানের মত দেরি নয় বরং সারা বিশ্বের সঙ্গে একই সময়ে ওপার বাংলায় রিলিজ করেছে জওয়ান।