Advertisment
Presenting Partner
Desktop GIF

Jawan Box office: প্রথম দিনই বাজিমাত! ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর দেরি নেই 'জওয়ানে'র

কত আয় করল শাহরুখের জওয়ান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jawan Box office : shah rukh delivers one of the biggest opening day

জওয়ানের বড় ব্যবসা

জওয়ান ঝড়ে সারা দেশজুড়ে উত্তেজনা! গতকাল সকাল হতেই শাহরুখ প্রেমীরা দৌড়েছিলেন সিনেমাহলে। দেশ সাক্ষী থেকেছে এক ইতিহাসের। ভোর ৫টায় ফার্স্ট শো, রাত ১১টা বাজলেও দর্শক কমেনি প্রেক্ষাগৃহে।

Advertisment

রিলিজের আগেই ১০ লক্ষ টিকিট বুক! 'পাঠান'-কে টেক্কা দিল জওয়ান! গোটা ২৪ ঘণ্টায় যে হারে টিকিট বুক হয়েছে, তাতে সপ্তাহান্তে কম করে বিরাট ধামাকার আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। প্রথম দিনেই, ধামাকা! ঝড় তুললেন কিং খান। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করেছে শাহরুখের ছবি। দেশের মধ্যে, এই প্রথম কোনও ব্লকবাস্টার যা একদিনেই ৭৫ কোটি পেরিয়ে গিয়েছে।

আরও পড়ুন JAWAN: ‘দম ফেলার সময় পাচ্ছি না, উফ!’ ভক্তদের পাগলামিতে অস্থির শাহরুখ

জন্মাষ্টমীর দিন ছবি রিলিজ করেছেন শাহরুখ। নিঃসন্দেহে এক নিদারুণ প্ল্যান মাফিক কাজ সেরেছেন কিং খান। পাঠান শুরুর দিন, ৫৭ কোটি এবং দেশীয় পরিসরে এই ছবি ৫৪৩ কোটির ব্যবসা করে। অন্যদিকে গদর ২ এখনও অবধি ব্যবসা করেছে ৫১০ কোটি। কিন্তু, এই সপ্তাহের শেষে জওয়ান এক নিদারুণ ব্যবসা করতে পারে বলেই আশা রেখেছেন বিশ্লেষকরা। দিন হোক বা রাত, গতকাল সব শো হাউসফুল গিয়েছে।

দেশের নানা শহরে, দর্শকদের তুমুল উত্তেজনা। দক্ষিণেও ভয়ঙ্কর আসন পেয়েছে এই ছবি। ৮১% লোক নিয়ে প্রেক্ষাগৃহ সবসময়ই ভর্তি ছিল। প্যান ইন্ডিয়া ছবির ক্ষেত্রে শাহরুখের জওয়ান দেশের সর্বত্রই কামাল করেছে প্রথম দিন। কিং খান আপ্লুত। সূত্রের খরব, কলকাতায় ৭৩% লোকের উপস্থিতি সবসময়ই ছিল।

আরও পড়ুন Jawan: কেউ শুয়ে পড়লেন পা ধরে, কেউ খেলেন চুমু! ভক্তদের কাণ্ডে জেরবার ‘জওয়ান’ শাহরুখ

প্রসঙ্গত, এবছরের মত দ্বিতীয় রিলিজ করেছেন শাহরুখ। সামনের বছর রাজু হিরানির সঙ্গে ডানকি ছবিতে তাঁকে দেখা যাবে। বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার স্ক্রিনে রিলিজ করেছে এই ছবি।

Entertainment News SRK Birthday bollywood jawan
Advertisment