রেকর্ড ব্রেকার শব্দটির সঙ্গে যদি কোনও নন জোড়া যায়, তবে সেটি আর কেউ নন বরং শাহরুখ খান। একের পর এক হিট ছবির দফারফা করে তিনি 'জওয়ান' এগিয়ে চলেছেন। শুধু তাই নয়, থামার লক্ষণ দুর দুর পর্যন্ত নেই। হিন্দি ছবি তো বটেই, 'জওয়ানে'র দৌড় দেখে মনে হচ্ছে, সে লম্বা সফর ঠিক করেই ময়দানে নেমেছে।
রিলিজের দিনই ৭৫ কোটি, তারপর থেকে ক্রমশই ঊর্ধ্বমুখী বক্স অফিস কালেকশন। এমনকি, রবিবার ঠিক যেমনটা আশা করা গিয়েছিল, ঠিক ততটাই ব্যাবসা করেছে শাহরুখের ছবি। একদিনেই ৮১ কোটি। ব্যতিক্রম হয়নি সপ্তাহের শুরুর দিনেও। সোমবার, প্রচুর টাকার ব্যবসা করে এই ছবি। মর্নিং এবং নাইট শোতে হল বুকিং বেশ ভালই ছিল বলে জানা গিয়েছে। 'পাঠান' ছবির পর, শাহরুখের এই ছবিই সবথেকে তাড়াতাড়ি ৩০০ কোটি পেরিয়েছে। হিন্দি সিনেমার জগতে ইতিহাস সৃষ্টি করেছে জওয়ান।
শাহরুখের ছবি মঙ্গলবারও ব্যর্থ হয়নি। বরং, ষষ্ঠ দিনে ২৮.৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি। দেশজুড়ে সর্বমোট ৩৪৭ কোটির ব্যবসা করেছে। 'জওয়ান', হাসতে হাসতেই টেক্কা দিয়েছে 'পাঠান'কে। শুধু তাই নয়, অনেকটা এগিয়ে গিয়েছে সানি দেওলের ছবি 'গদর ২' এর থেকেও। বিশ্বজুড়ে, ৫৭৪ কোটির অঙ্কে পৌঁছে গিয়েছে শাহরুখের এই ছবি। বিদেশেও হাউসফুল শাহরুখের ছবির। আর দুদিনেই ৬০০ কোটি পার করে ফেলবে এই ছবি এমনই আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
আরও পড়ুন - ১৩ বছর আগের ‘ফটোশপ’ ছবিই আজ বাস্তব, শাহরুখের বাড়িতে ঢুকতেই তাজ্জব অ্যাটলি!
দীর্ঘ চারবছর পর শাহরুখ ফিরেছিলেন পাঠান ছবির মাধ্যমে। এবছর জানুয়ারিতে সেই ছবি রিলিজ করার পর, বোমা ফাটে বক্স অফিসে। পাঠান ইতিহাস গড়ে দেয় ভারতীয় হিন্দি ছবির ক্ষেত্রে। এবার জওয়ানের পালা। দক্ষিণী পরিচালক অ্যাটলি নিজ দায়িত্বে শাহরুখকে নিদারুণভাবে পর্দায় উপস্থাপন করেছেন। ৫৭ বছর বয়সেও শাহরুখ কামাল করেছেন। দেশের সর্বোচ্চ রোমান্টিক হিরো হয়ে উঠেছেন অ্যাকশন হিরো।
প্রসঙ্গত, শাহরুখের বিশ্বাস ছিল তিনি যখন ফিরবেন, দর্শক তাঁকে মন থেকে স্বাগত জানাবেন। এর আগেও, তাঁকে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছিলেন তিনটি ছবিই সুপার ডুপার হিট হবে। এছাড়াও , সামনে রাজু হিরানির ছবিতে দেখা যাবে তাঁকে। শাহরুখ এই প্রথম কাজ করছেন থ্রি ইডিয়ট পরিচালকের সঙ্গে। এবছরই রিলিজ করার কথা ছিল সেই ছবি। যদিও তাঁর মুক্তি পাওয়ার তারিখ শাহরুখ সামনের বছরই পিছিয়ে দিয়েছেন।