/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/jawaan.jpg)
শাহরুখের ছবি নিয়ে চরম উত্তেজনা
শাহরুখের ছবি বলে কথা! তাঁর নাকি টিজার থাকবে না। প্রকাশ্যে খবর আসতেই ফ্যানদের মন খারাপ। জওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে, সাফ জানিয়ে দেওয়া হল ইংরেজি ছবির সঙ্গেই পাল্লা দেবে এই সিনেমা।
মিশন ইম্পসিবল ৭ এর রিলিজের দিনই একই সঙ্গে লঞ্চ করা হবে শাহরুখের এই ছবির ট্রেলার। টিজার এনে স্পয়লার দেওয়া হবে না বলেই জানানো হয়েছে। আর এক সপ্তাহের মধ্যে আসতে পারে জওয়ান এর ট্রেলার। ফুটছেন শাহরুখ ভক্তরা। বিশ্বব্যাপী রিলিজ করবে এই ট্রেলার। এদিকে, সেদিনই রিলিজ মিশন ইম্পসিবলের। কতটা পাল্লা দিতে পারেন শাহরুখ, এটাই প্রশ্ন।
So, not even Teaser. We are going to get direct #JawanTrailer within a week or so. The first announcement video has worked no less than any teaser. The trailer will have enough time to grow. Then massy & chartbuster songs to release.
Let the storm come @iamsrk!#Jawan…— JUST A FAN. (@iamsrk_brk) July 3, 2023
আরও পড়ুন < ভারত রক্ষণশীল, ‘প্যান্ট খুলে প্রকাশ্যে…’ খোলা মঞ্চে মাথা হেট সলমনের! রাগের চোটে… >
অনুরাগীদের ভাবনায় শাহরুখ এবং পরিচালক দুজনেই বেশ আত্মবিশ্বাসী নিজেদের ছবি নিয়ে। সে কারণেই কি এহেন রিস্ক নিলেন তাঁরা। যদিও, জওয়ান রিলিজ হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। হল বুকিং থেকে শাহরুখের ৩৩ বছরের কেরিয়ার জীবনের নিদারুণ উদযাপন করেন তাঁর ভক্তরা। পাঠান ঝড় যেতে না যেতেই জওয়ান স্টর্ম শুরু। কিং খানকে জেতাতে ফের উঠে পড়ে লেগেছেন তাঁর ভক্তরা।
এক বছরে দুটো রিলিজ! তাও আবার এহেন বিগ বাজেট ছবি। সেকারণেই পিছিয়েছে ডানকী ছবির রিলিজ। শাহরুখের ব্যস্ততা তুঙ্গে। ১০০০ কোটির ক্লাবে সাফল্য ছিনিয়ে এনেছে পাঠান। এবার জওয়ানের ছক্কা হাঁকানোর পালা। প্রথমে ট্রেলার, তারপর আগস্ট জুড়ে গান লঞ্চ হতে চলেছে এই ছবির।