/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/srk1-1.jpg)
SRK Record- শাহরুখের কেরামতি...
সিনে দুনিয়ায় এখন একটাই নাম চর্চায়, তিনি আর কেউ না শাহরুখ খান। যে হারে বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি, বলাই উচিত লা জবাব। তিন দিনে ২৪০ কোটি! এও সম্ভব? রেড চিলিস প্রোডাকশনের তরফে জানানো হয়েছে কিং খান জাদুতে তোলপাড় সারাদেশ। কিন্তু...
ছবিতে কিং খানের সঙ্গে সঙ্গে আর যদি কেউ তারিফের যোগ্য হয়ে থাকেন, তবে সে কালী অর্থাৎ বিজয় সেতুপতি। দক্ষিণী অভিনেতার নেগেটিভ রোল বেজায় প্রশংসা পেয়েছে। শাহরুখ নিজেও জানিয়েছিলেন বিজয়কে এই ছবিতে পেয়ে তিনি দিব্যি খুশি। কিন্তু, সিনেমাটিক অ্যাঙ্গেলে বিজয়ের টাকা ছিনিয়ে নিতে পেরে বেজায় আনন্দে রয়েছেন কিং খান। শুধু তাই নয়, এবার ব্যাংক লুটে নেওয়ার কথাও প্রকাশ্যে জানালেন তিনি।
এমনি কোনও সাধারণ ব্যাংক না! বরং সোজা সুইস ব্যাংক লুটে নেওয়ার কথা বললেন তিনি। ভিসা এলেই দৌড় দেবেন কিং খান। এমনই এক ভক্তের প্রশ্নে উত্তর দিলেন তিনি। বিজয় সেতুপতির সঙ্গে ডিল করছেন না কেন শাহরুখ? সেই প্রসঙ্গেই তিনি উত্তর দিলেন, "আমি বিজয়ের খুব বড় ফ্যান। কিন্তু, কালীর কালো টাকা আমি নিয়ে নিয়েছি। এবার, অপেক্ষা করো অন্যদের সুইস ব্যাংক থেকেও টাকা চুরি করে নিয়ে চলে আসব। অপেক্ষা করো। শুধু ভিসা পাওয়ার অপেক্ষায় আছি।"
I am a big fan of Vijay sir too… par Kaali ka kaala dhan toh le liya ab dekho doosron ke bhi Swiss banks se lekar aata hoon… Buss visa ka hi wait kar raha hoon. Ha ha!!! https://t.co/bgrzn77VVD
— Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023
কিং খানের উত্তর শুনে রীতিমতো থ সকলে। এ আবার কী ধরনের ইচ্ছে? শাহরুখ তাও আবার অন্যদের সুইস ব্যাংক থেকে টাকা চুরি করে আনবেন? রবিন হুড হওয়ার কি বাস্তবেও ইচ্ছে হয়েছে তাঁর! যদিও, সেকথা প্রকাশ্যে জানাননি।
আরও পড়ুন - ‘পরিচালকের হাত কেটে দেওয়া উচিত..’, ‘জওয়ান’ সাফল্য পেতেই ভয়ঙ্কর মন্তব্য! বিপাকে অ্যাটলি?
প্রসঙ্গত, তিন দিনেই বাজিমাত শাহরুখের। পাঠানকে টেক্কা দিয়েছেন নিজের মহিমাতেই। বলিউডের অন্দরে কেবল শাহরুখ নামের গুঞ্জন। দক্ষিণ প্রান্ত থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা। এখনও আরও রেকর্ড ভাঙ্গা বাকি। কিং খান প্রস্তুতি নিচ্ছেন জোরকদমে।