/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/atlee.jpg)
পরিচালকের ঝামেলা বাড়ল?
শাহরুখ দ্বিতীয় ছবিতেও নিজের ম্যাজিক দেখিয়ে দিলেন। মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির ব্যবসা শাহরুখ খানের ছবির। দক্ষিণী তারকাদের সঙ্গে জোটবদ্ধ হয়েই এবার শাহরুখ দেখিয়ে দিলেন তিনি কেন কিং খান। কিন্তু তারপরেও...
শাহরুখ ভক্তদের কথা না বললেই নয়। প্রথম দিন, কেউ ঢাললেন দুধ, কেউ ঢাললেন গঙ্গাজল, আবার কেউ মালা দিয়েই শাহরুখকে অভ্যর্থনা জানালেন। কিং খান নিজেও আপ্লুত অনুরাগীদের ভালবাসায়। ভক্তদের পাগলামিতে ধন্য এবং অস্থির শাহরুখ। নিজের মতো করেই ভালবাসা জানালেন তিনি। কিন্তু, সেই ফ্যানদের মধ্যেই অদ্ভুত ফ্যান তো রয়েছেই। তাদের কথা শুনলে চমকে যেতে হয়...
কিং খান ব্লকবাস্টার হিট ছবি দেখে বেরিয়ে কিনা শাহরুখের পরিচালকের হাত - ই কেটে ফেলার নির্দেশ দিলেন এক ভক্ত! সে কি কান্ড? সোজাসুজি ক্যমেরার সামনে তাঁকে বলতে শোনা গেল পরিচালকের হাত কেটে দেওয়া উচিত। শাহরুখের ভক্তদের কথায়, জওয়ান অনবদ্য এক ছবি। সিনেমাহলে বসে প্রত্যেকেই বেশ এনজয় করেছেন সকলে। এন্ট্রি থেকে ক্লাইম্যাক্স সবকিছুই দেদার সামলেছেন তিনি। কিন্তু এমন ভক্তও হয়? শাহরুখ ফ্যান হয়ে নাকি পরিচালকের হাত কেটে ফেলবেন?
আরও পড়ুন - Jawan box office: খাটল না বয়কট ট্রেন্ড, দুই দিনেই ২০০ কোটির ব্যবসা শাহরুখের ‘জওয়ানে’র!
This is so ruthless demand for atlee 😂😂😂 #Jawanpic.twitter.com/7DDpdpxSjF
— ℣αɱριя౯ (@SRKsCombatant) September 8, 2023
ঘটনা ঘটেছে, পাটনার একটি সিনেমা হলে। হাত কেটে ফেলার ঘটনা নেহাতই নতুন নয়। ইতিহাসেও শাহজাহান, তাজমহল বানানোর পর, নির্মাতাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিলেন। সেই উল্লেখ করেই সেই যুবক বলেন... "হাত কেটে দেওয়া উচিত অ্যাটলির। যাতে তিনি পরবর্তীতে জওয়ানের মত আর একটা ছবিও বানাতে না পারেন।" শাহরুখের ছবি মাইলস্টোন সৃষ্টি করেছে। তাই, এই ছবির এর বিকল্প বানাতে পারেন না পরিচালক। এমনই দাবি সেই ভক্তের।
প্রসঙ্গত, সপ্তাহের শেষ দুদিন, অর্থাৎ আজ এবং কাল... মারাত্মক ব্যবসার আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। রবিবার ছুটির দিন হওয়ার কারণে সেদিন হল ভর্তি হওয়ার সম্ভাবনা দেখছেন তাঁরা। উল্লেখ্য, শাহরুখ এর এই ছবি বাংলাদেশের বুকেও রিলিজ করেছে। এবার, আর পাঠানের মত দেরি নয় বরং সারা বিশ্বের সঙ্গে একই সময়ে ওপার বাংলায় রিলিজ করেছে জওয়ান।