Advertisment

বাংলার বুকে ১০০% দর্শক! ২য় দিনেও লক্ষ লক্ষ বুকিং, শো বাড়ল 'জওয়ানে'র?

কলকাতায় কত আসন ভর্তি ছিল কাল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jawan Box office, jawan, jawan news, jawan shah rukh khan, Jawan Box office collection, jawan box office collection first day, jawan srk, shah rukh khan, srk jawan, শাহরুখ খান, জওয়ান, jawan bookmyshow, bookmyshow,বাংলাদেশে জওয়ান, বাংলাদেশ, bangladesh movie, bangladesh movie, jawan in bangladesh, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

বরাবরই নিডর শাহরুখ?

শাহরুখের ছবি বলে কথা! কিং খানের টানে হলে ফিরেছিলেন সিনে অনুরাগীরা। এই নিয়ে বছরের, দ্বিতীয়  রিলিজ। শাহরুখ, মানেই বিগ স্ক্রিনে ধামাল। আর এবার, তাঁর সঙ্গে জুড়েছেন অনেকেই। দক্ষিণের তারকা সম্ভার কম নেই এই ছবিতে।

Advertisment

শাহরুখ কি আসল খেলা খেলে দিলেন? নয়নতারা থেকে বিজয় সেতুপতি! দক্ষিণী তারকারা নিজের মতো করেই কামাল করলেন। অন্যদিকে, পরিচালক অ্যাটলিকে নিয়ে বাহ বাহ করছেন সিনেপ্রেমীরা। প্রথম দিনেই ৭৫ কোটি। পাঠানকে টেক্কা দিল, শাহরুখের জওয়ান। দেশের মধ্যে সবথেকে বেশি দর্শক আসন সংখ্যা ভরালেন, দক্ষিণ ও বাংলার দর্শকরা।

চেন্নাই শহরে প্রায় ৮১% অনুরাগীরা প্রেক্ষাগৃহ ভরালেন। অন্যদিকে, বাংলায়? শুধু শহর কলকাতায় প্রেক্ষাগৃহ ভর্তি ৭৩%। সূত্রের খরব, ১০০% সিট বুকিং ছিল গোটা বাংলা জুড়ে। এবারও কাঁপিয়ে দিলেন শাহরুখ। সকাল ৫টা তো দূর, রাত ২:৩০ টের শো পর্যন্ত হাউসফুল রায়গঞ্জে। এমনকি দ্বিতীয় দিনেও বেশ উপরের দিকেই টিকিট বিক্রির মাত্রা।

আরও পড়ুন - Jawan Box office: প্রথম দিনই বাজিমাত! ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর দেরি নেই ‘জওয়ানে’র

সূত্র বলছে, কাল থেকে কম করে ৫ লক্ষ টিকিট কেটে ফেলেছে জনগন। আজও বেশিরভাগ শো হাউসফুল। বুড়ো হাড় জাগিয়ে তুলেছে গোটা দেশবাসীকে। সিনেমার ডায়লগে বুড়ো হবে তোর বাপ, কিংবা তুখোড় কিছু অ্যাকশন... শাহরুখের এন্ট্রি থেকে এক্সিট হাততালি পড়েছে হলে। কিং খান আবারও প্রমাণ করলেন তিনি কেন কিং খান।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। এ রাজ্যে ক্রেজ মারাত্মক। এবারও, তাঁর আসার কথা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানেই হুল্লোড় হবে একথা বলাই যায়। যদিও, শাহরুখের ছবি বেশ ভাল সামাজিক বার্তা দিয়েছে। তিনি গরীবের মসিহা হয়ে উঠলেন কীভাবে? জওয়ান সপ্তাহান্তে বিরাট ব্যবসা করবে এও বলাই যায়।

Entertainment News SRK Birthday bollywood jawan
Advertisment