শাহরুখের ছবি বলে কথা! কিং খানের টানে হলে ফিরেছিলেন সিনে অনুরাগীরা। এই নিয়ে বছরের, দ্বিতীয় রিলিজ। শাহরুখ, মানেই বিগ স্ক্রিনে ধামাল। আর এবার, তাঁর সঙ্গে জুড়েছেন অনেকেই। দক্ষিণের তারকা সম্ভার কম নেই এই ছবিতে।
Advertisment
শাহরুখ কি আসল খেলা খেলে দিলেন? নয়নতারা থেকে বিজয় সেতুপতি! দক্ষিণী তারকারা নিজের মতো করেই কামাল করলেন। অন্যদিকে, পরিচালক অ্যাটলিকে নিয়ে বাহ বাহ করছেন সিনেপ্রেমীরা। প্রথম দিনেই ৭৫ কোটি। পাঠানকে টেক্কা দিল, শাহরুখের জওয়ান। দেশের মধ্যে সবথেকে বেশি দর্শক আসন সংখ্যা ভরালেন, দক্ষিণ ও বাংলার দর্শকরা।
চেন্নাই শহরে প্রায় ৮১% অনুরাগীরা প্রেক্ষাগৃহ ভরালেন। অন্যদিকে, বাংলায়? শুধু শহর কলকাতায় প্রেক্ষাগৃহ ভর্তি ৭৩%। সূত্রের খরব, ১০০% সিট বুকিং ছিল গোটা বাংলা জুড়ে। এবারও কাঁপিয়ে দিলেন শাহরুখ। সকাল ৫টা তো দূর, রাত ২:৩০ টের শো পর্যন্ত হাউসফুল রায়গঞ্জে। এমনকি দ্বিতীয় দিনেও বেশ উপরের দিকেই টিকিট বিক্রির মাত্রা।
আরও পড়ুন - Jawan Box office: প্রথম দিনই বাজিমাত! ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর দেরি নেই ‘জওয়ানে’র
সূত্র বলছে, কাল থেকে কম করে ৫ লক্ষ টিকিট কেটে ফেলেছে জনগন। আজও বেশিরভাগ শো হাউসফুল। বুড়ো হাড় জাগিয়ে তুলেছে গোটা দেশবাসীকে। সিনেমার ডায়লগে বুড়ো হবে তোর বাপ, কিংবা তুখোড় কিছু অ্যাকশন... শাহরুখের এন্ট্রি থেকে এক্সিট হাততালি পড়েছে হলে। কিং খান আবারও প্রমাণ করলেন তিনি কেন কিং খান।
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। এ রাজ্যে ক্রেজ মারাত্মক। এবারও, তাঁর আসার কথা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানেই হুল্লোড় হবে একথা বলাই যায়। যদিও, শাহরুখের ছবি বেশ ভাল সামাজিক বার্তা দিয়েছে। তিনি গরীবের মসিহা হয়ে উঠলেন কীভাবে? জওয়ান সপ্তাহান্তে বিরাট ব্যবসা করবে এও বলাই যায়।