জওয়ান এর ডায়লগে সঙ্গে সঙ্গে দর্শকদের বেশ মন কেড়েছে এর শুটিং স্পট গুলি। ট্রাইবাল গ্রাম থেকে মেট্রো, কিং খানের নতুন ছবির লোকেশন বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এরকম বিরাট মাপের একটি ছবি শুটিং হল কোথায় কোথায়?
Advertisment
শুনতে অবাক লাগলেও, শাহরুখের এবছরের ব্লকবাস্টার ছবির শুটিং উপলক্ষে সেটেই লেগেছে কোটি কোটি টাকা। অরিজিনাল কোনও লোকেশন নয়, বরং রীতিমতো দিনরাত পরিশ্রম করে সেট বানানো হয়েছে। যে গ্রাম দিয়ে সিনেমা শুরু থেকে মেট্রো সিকোয়েন্স! সেট ডিজাইনার নিজে হাতে বানিয়েছেন সেই সেট। এই বিশাল কর্মকাণ্ডের আড়ালে যিনি রয়েছেন তিনি মুঠুরাজ থাঙ্গভেল।
শাহরুখের ছবির সেট বানাতে সময় গিয়েছে অনেক। কিন্তু, নিজেদের কাজে আজ তাঁরা সফল। পরিচালক অ্যাটলি আগেও বলেছিলেন, পয়সার দিক দিয়ে কোনও কার্পণ্য করেননি শাহরুখ। সেটটি আদৌ দেখেছেন? এমনকি গোটা মেট্রো সিকোয়েন্স, যাতে আগুন লাগিয়েছেন শাহরুখ- সেটি তৈরি করতে দিনরাত এক করেছিলেন নির্মাতারা। দুটি মেট্রোর বগি অনায়াসে বানিয়ে ফেললেন তাঁরা।
শুরুর দিকে, যে ট্রাইবাল গ্রামটি দেখা গিয়েছে, সেটিও কিন্তু বানানোই। সেই মূর্তি থেকে থেকে গ্রামের প্রতিটা বাড়ি সাজিয়েছেন থাঙ্গাভেল সাহেব। দেখে নিন সেসব ছবি এবং সেট ডিজাইন।
উল্লেখ্য, শাহরুখ এর এই ছবি দুদিনেই কামাল করেছে। নির্মাতাদের হাতের কাজে আরও প্রাণ পেয়েছে এই ছবি। দুদিনেই ২০০ কোটি পার শাহরুখের। সোজা ইতিহাস তৈরী করছে এই ছবি। শেষ দুদিন, আরও বেশি অঙ্কের ব্যাবসা করবে জওয়ান।