শাহরুখের ছবি রিলিজ করতে আর বেশি দেরি নেই। আগামীকাল রিলিজ করবে 'জওয়ান' এর ট্রেলার। তাঁর আগেই চেন্নাই এর এক বিশেষ অনুষ্ঠানে হাজির ছিল জওয়ানের গোটা টিম। শাহরুখ ও!
Advertisment
চেন্নাইয়ের বুকে ছবি প্রমোশন। শাহরুখ, ছবির প্রমোশন করা ছেড়ে দিয়েছেন প্রায় অনেকদিন। এমনকি পাঠান এর সময়ও সাফল্য লাভ করার পরেই তিনি বৈঠকের আয়োজন করেন। তবে, এবার 'জওয়ান' এর ট্রেলার রিলিজের আগেই যেন চেন্নাইয়ের মাটিতে বিস্ফোরণ ঘটালেন তিনি।
কিন্তু এ কী? শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক অ্যাটলি, বিজয় সেতুপতি, সুরকার অনিরুদ্ধ। দক্ষিণী সিনেমায় অনিরুদ্ধ মিউজিকাল মানেই বিরাট ব্যাপার। তাঁর নির্মিত বিজিএম মুগ্ধ করে সকলকে। তাই যতটা না শোরগোল শাহরুখকে ঘিরে তাঁর থেকেও বেশি উন্মাদনা অনিরুদ্ধ এবং বিজয় সেতুপতিকে ঘিরে। ভক্তদের উচ্ছাসের শেষ নেই। অনিরুদ্ধকে ঘিরে ধরলেন সকলে। তাঁর এক ঝলক পেতেই মরিয়া সকলে।