Jay Bhanushali Mahhi Vij Divorce: জয়-মাহির সাজানো সংসারে ভাঙন, দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি? চর্চা তুঙ্গে

Jay Bhanushali Mahhi Vij Separation: দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন সেলেব দম্পতি জয় ও মাহি। তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে সাজানো গোছানো সুখের সংসার!

Jay Bhanushali Mahhi Vij Separation: দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন সেলেব দম্পতি জয় ও মাহি। তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে সাজানো গোছানো সুখের সংসার!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জয়-মাহির সংসারে ভাঙন!

Jay Bhanushali Mahhi Vij: দিনটা ছিল ১১ নভেম্বর, ২০১১। মাহি ভিজের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন জয় ভানুশালি। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন সেলেব দম্পতি। তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে সাজানো গোছানো সুখের সংসার! হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী জনপ্রিয় এই টেলিভিশন দম্পতি কয়েক মাস আগেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৫ সালের জুলাই-আগস্ট নাগাদ নথিপত্রে সইসাবুত করে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্তও করে ফেলেছেন। এমনকী সন্তানদের হেফাজতের দায়িত্ব কাদের সেই বিষয়ও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলেই খবর। জয় ও মাহির বিচ্ছেদের গুঞ্জন প্রথম শোনা যায় জুলাই মাসে। সেই সময় মাহি মন্তব্য করেছিলেন, 'আমি কারও কাছে কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।' এরপরই বিচ্ছেদ জল্পনা আরও জোরাল হয়। 

Advertisment

জয় ভানুশালি ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ?

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, জয় ভানুশালি ও মাহি ভিজ কয়েক মাস আগেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাঁরা দীর্ঘদিন আলাদা থাকছেন বলেই খবর। সূত্রের খবর, 'অনেক চেষ্টা করেও সংসার বাঁচানো যায়নি। অনেক আগে থেকেই আলাদা থাকছেন জয়-মাহি। কয়েক মাস আগে তাঁরা আইনি পদক্ষেপ নেন। জুলাই-আগস্টে চুক্তিপত্রে সই হয়ে গিয়েছে আর সন্তানদের হেফাজতের সিদ্ধান্তও  চূড়ান্ত হয়ে গিয়েছে।'

আরও পড়ুন ১৪ বছরের সংসার ভাঙছে! বিবাহ-বিচ্ছেদ ও তারকা স্বামীকে নিয়ে বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী

Advertisment

বিচ্ছেদের সম্ভাব্য কারণ

মাহি বিজ ও জয় ভানুশালি ২০১১ সালে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান। ২০১৯ সালে তাঁদের জীবনে আসে কন্যা তারা এবং ২০১৭ সালে দত্তক নিয়েছিলেন দুই সন্তান রাজবীর ও খুশি। প্রতিবেদন অনুযায়ী, সম্পর্কের টানাপোড়েন শুরু হয় জয়-মাহির মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস। সূত্রের খবর, একসময় যে যুগল ভ্লগের জন্য বিখ্যাত ছিলেন তাঁরা এখন একসঙ্গে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। তাঁদের শেষ যৌথ পোস্ট ২০২৪ সালের জুনে। আগস্ট মাসে শেষবার তাঁদের একসঙ্গে দেখা যায় কন্যা তারার জন্মদিনে। জয় সম্প্রতি মেয়েদের সঙ্গে একটি ভ্রমণের ছবি শেয়ার করেন। অন্যদিকে মাহি নাকি দুই সপ্তাহ আগে সন্তানদের নিয়ে নতুন বাড়িতে উঠে গেছেন।

আরও পড়ুন ৯ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের পথে টেলিভিশনের পাওয়ার কাপল, চর্চা তুঙ্গে

জয়ের পোস্টে মাহির কমেন্ট

জয় সম্প্রতি মেয়ে তারাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন যেখানে দেখা যায়। ক্যাপশনে জয় লেখেন, 'Tokyo drift তো শুনেছ এখন দেখো বাবা-মেয়ে কীভাবে Shibuya crossing-এ ড্রিফট করছে।' এ পোস্টে মাহি মন্তব্য করেন, 'ওর বো (bow) দেখো। বাবা'র সঙ্গে ঘুরতে যাওয়া আর মা’র সঙ্গে ঘুরতে যাওয়া— আলাদা বো!' প্রত্যুত্তরে জয় লেখেন, 'মায়ের সঙ্গে ও এতটা হাসে না যতটা বাবা'র সঙ্গে হাসে।'

বিচ্ছেদের গুজবে মাহির প্রতিক্রিয়া

জুলাই মাসে বিচ্ছেদ গুঞ্জনের সময় মাহি Hauterrfly-কে বলেছিলেন, 'ধরো সত্যিই যদি এমন হয় তবুও আমি কেন তোমাকে বলব? তুমি কি আমার কাকা? তুমি কি আমার উকিলের ফি দেবে? কেউ যদি আলাদা হয় বা ডিভোর্স নেয় সেটা নিয়ে এত হইচই কেন? আমি দেখি, কেউ কমেন্টে লেখে 'মাহি ভাল, জয় খারাপ', আবার কেউ লেখে 'জয় ভাল, মাহিই খারাপ'। সবাই কাউকে না কাউকে দোষ দিতে চায়। কিন্তু প্রকৃত সত্যিটা জানো কি?' তিনি আরও বলেন, 'আমাদের সমাজে সিঙ্গেল মাদার আর ডিভোর্স নিয়ে এখনও মানুষ নাক বেঁকায়।'

আরও পড়ুন তাসের ঘরের মতো ভেঙে গেল ১২ বছরের দাম্পত্য! বিবাহবিচ্ছেদ 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' খ্যাত অভিনেতার

Jay Bhanushali Mahhi Vij