/indian-express-bangla/media/media_files/2025/10/30/jaya-1-2025-10-30-19-31-21.jpg)
সত্যিই জয়ার বয়স বাড়ে না?
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j1-2025-10-30-19-31-39.jpg)
মেয়েদের বয়স জানতে নেই - এমন প্রসঙ্গ বারবার উঠে আসে। অনেক সময় দেখা যায়, মেয়েদের বয়স জিজ্ঞেস করলে তাঁরা বেশ রেগেও যান। আর যদি জয়া হন, তাহলে তো কথাই নেই।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j2-2025-10-30-19-31-59.webp)
জয়া আহসান, তিনি বাংলাদেশ ও ভারতের চর্চিত অভিনেত্রী। তার বয়স নিয়ে নানা ধরণের আলোচনা হয়েই থাকে। অনেকেই দাবি করেন বয়স নাকি কমিয়েছেন জয়া। যদিও আজও তাঁর রূপের ছটায় মূর্ছা যান অনেকেই।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j3-2025-10-30-19-32-17.jpg)
জয়ার বয়স নিয়ে মাঝেমধ্যে তিনি নিজেও মুখ খুলেছেন। অভিনেত্রী একবার দাবি করেছিলেন, তাঁর জন্ম ১৯৮২ সালে। গুগলে যে তথ্য দেওয়া ছিল, সেটা ভুল। যদিও বা অনেকেই মনে করেন, জয়ার বয়স বাড়ে না। কেউ কেউ মশকরা করে এমনও বলেন, "জয়া অল্প বয়সীদের পর্যন্ত হার মানান।"
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j4-2025-10-30-19-32-40.jpg)
এদিকে, সম্প্রতি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সাদা-কালো ছবিতে জয়াকে দেখে বোঝা দায় এটি তিনিই। সম্ভবত তাঁর শুরুর দিনের একটি ম্যাগাজিন এডিট। যেখানে তাঁর বয়স লেখা ২০। যদিও সময়ের সঙ্গে সঙ্গে জয়া আরও সুন্দর হয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j5-2025-10-30-19-33-04.jpg)
কিন্তু, সেই সময় জয়া বয়স লুকিয়েছিলেন এমনটাই জানিয়েছেন বেশিরভাগ। কেউ কেউ তো বলছেন, জয়ার সৌন্দর্যের কাছে সব ফিকে।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j6-2025-10-30-19-33-27.jpg)
যদিও সেই ছবিতে তাঁর নাম লেখা জয়া মাসউদ। আজ্ঞে, বিয়ের আগে জয়া মাসুউদ। বিবাহ পরবর্তী সময়ে তিনি আহসান হন। কিন্তু, ডিভোর্সের পরও তিনি তাঁর পদবী পাল্টাননি।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/j7-2025-10-30-19-33-48.webp)
কিন্তু, সেই পোস্ট খেয়াল করলে দেখা যাবে, অনেকেই মশকরা করে এমন পর্যন্ত বলেছেন, তখনও বয়স কমিয়েছিলেন জয়া। আবার কেউ বলছেন আমি ৯৮ সালে এসএসসি দিয়েছি। তখন থেকে উনার ভক্ত, আজও উনার বয়স ৪০! আর আমার চুল পেকে সাদা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us