বাংলাদেশের অন্দরের অবস্থা মোটেই সুখকর নয়। কিন্তু, নিজের নিজেতে দিব্যি মত্ত জয়া আহসান। অভিনেত্রীকে দেখা গেল নিজের মন পসন্দ কাজ করতে। আর তাঁর সঙ্গী তাঁর ছানাপোনারা। সেই ভিডিও অভিনেত্রী সমাজ মাধ্যমে শেয়ার করেছেন।
অভিনেত্রীদের নিজেদের সখের শেষ নেই। কেউ ছবি আঁকতে ভালবাসেন, আবার কেউ পছন্দ করেন রান্না করতে। কিন্তু জয়া আহসান একদম ভিন্ন ধরনের মানুষ। তিনি চাষবাস করতে, নতুন নতুন সবজি উৎপাদন করতে কিংবা গার্ডেনিং করতে যে দারুণ পছন্দ করেন সেকথা অস্বীকার করা যায় না। সেই ভিডিও তিনি নিজেই সকলকে দেখিয়েছেন।
জয়া একদম ফুল ফর্মে তৈরি গার্ডেনিং করতে। নিজে হাতে করা বাগানে যখন সবজি হয়, তখন সেটা দেখতেও যেমন ভাল লাগে, তেমনই খেতেও ভাল লাগে। জয়া কাদামাটিতে হাত লাগিয়েই নিজে হাতে সব সবজি এক এক করে তুলে নিলেন। ফুলকপি থেকে বাঁধাকপি, কত ধরনের শাক থেকে শালগম, কী নেই। শীতের সবজি এমনিতেও দেখতে ভাল লাগে।
আর বাংলাদেশের তারকা যখন এক এক করে সবজি নিজের হাতে কেটে নিচ্ছেন, তখন তার বাগান দেখে রাখার জন্য তো লোক লাগবে। সেই পাহারাদার দুটিও কিন্তু নিজেদের কাজে অটল। চারপেয়ে ছানারা দিব্যি পাহারা দিচ্ছে গাছ এবং বাগান। অভিনেত্রী সেই ভিডিও শেয়ার করেই লিখলেন...
মাটিতে এবং কাদায় হাত, সূর্যর প্রখর তেজ আমার মাথায় পড়ছে, কিন্তু মনটা প্রকৃতির সঙ্গে রয়েছে। ফার্ম জীবন সবথেকে সুন্দর। এদিকে, এমন সুন্দর লেডি কৃষককে দেখে মন ভাল হয়ে গিয়েছে অনুরাগীদের। কেউ বলছেন, আপনি কী দারুন চাষ করলেন। আবার কেউ বলেন, কৃষকরা এই দুনিয়ায় এখন খুব বিরল। আবার কেউ বললেন, এত শাক সবজি দেখতেও ভাল লাগে। আর আপনার পাহারাদার দুটি তো আরও সুন্দর।