/indian-express-bangla/media/media_files/2025/09/04/j1-2025-09-04-15-43-35.jpg)
দেখুন সেসব সুন্দর ছবি...
/indian-express-bangla/media/media_files/2025/09/04/527116867_18284117215281767_7065251088555952689_n-2025-09-04-15-43-55.webp)
জয়া যেন এমনিই ফুলের মতো। ফুল এবং গাছ তাঁর বড্ড প্রিয়। তাই তো, নিজের সাজে তিনি ফুল সবসময় ব্যবহার করেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/04/539995804_18286943929281767_9133586725951878938_n-2025-09-04-15-44-18.jpg)
মাঝেমধ্যেই তিনি প্রকৃতির সঙ্গে সময় কাটান। এবং, খেয়াল করলে দেখা যাবে প্রকৃতির সঙ্গে তাঁর নাড়ির টান। সবুজ গালিচায় নিজেকে ভাসিয়ে রাখেন তিনি। তাঁর ছোট্ট নীড়ে গাছের আধিপত্য খুব বেশি।
/indian-express-bangla/media/media_files/2025/09/04/542863971_18287850880281767_6882125259328970343_n-2025-09-04-15-44-33.jpg)
বাংলাদেশের বাড়িতে তো বটেই, তবে কলকাতার বাড়িতেও যে ছোট ছোট গাছ লাগিয়েছেন জয়া একথাও নিজে মুখে জানিয়েছিলেন। মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করেন নানা ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/09/04/526380214_18284117233281767_6262839749636118029_n-2025-09-04-15-44-59.webp)
সবজি চাষ থেকে শুরু করে, নিজে হাতে বাগান করা, জয়ার অস্তিত্বের অনেকটা জুড়েই আছে গাছ। আজও বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/09/04/540707454_18287850835281767_6334254355661624501_n-2025-09-04-15-45-19.jpg)
শাপলা রানী জয়া একেবারেই খোশমেজাজে। মাথায় পড়ে রয়েছেন শাপলা ফুলের মুকুট। তাঁকে লাগছিল-ও বেশ।
/indian-express-bangla/media/media_files/2025/09/04/539995647_18287850814281767_7361972923246969384_n-2025-09-04-15-46-17.jpg)
একদম সাদামাটা সাজ, মাটির ওপর বসে, খিলখিলিয়ে হাসছেন জয়া। এমনকি, একবার তাঁর গাছ প্রেম নিয়ে তিনি বলেছিলেন, বারুইপুরের পেয়ারা গাছ ছিল না বাংলাদেশে। আমি সেটাও নিয়ে গিয়েছিলাম ওখানে।"
/indian-express-bangla/media/media_files/2025/09/04/541926429_18287850853281767_3696072589454656010_n-2025-09-04-15-46-46.jpg)
তিনি শুধু একা নন। তাঁর চারপেয়ে সন্তানদের পর্যন্ত সাজালেন শাপলা ফুলের সাজে। বেশ মিষ্টি এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। তিনি জাহিদ হাসানের লাইন উল্লেখ করে লিখলেন...
/indian-express-bangla/media/media_files/2025/09/04/540144266_18286943992281767_3180347415136394009_n-2025-09-04-15-47-12.jpg)
"জীবনের কোন সফলতাই শাপলা ফুলের মত না ;যে পুকুরের উপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিড়ে আনবা .. জীবনের সফলতা শোল মাছ ধরার মতো ..ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়।"