একের পর এক কাজ করছেন ভারতের বুকে। পরপর, নামজাদা সব পরিচালকদের সঙ্গে জোট বাঁধছেন তিনি। দুই বাংলায় তাঁর জনপ্রিয়তা সমান। তাও, অনেকেই দাবি করেন জয়া আহসান বহুল পরিচিতি পেয়েছেন ভারতে ছবি করার পর থেকেই। এদিকে, শিকড় সে যে কথা বলে, একথা আরও একবার বুঝিয়ে দিলেন জয়া।
এগিয়ে রাখলেন বাংলাদেশকে। কোন ক্ষেত্রে? এতদিনে মনে পড়ল তিনি বাংলাদেশী? নাকি কাজ হয়ে গেলেই অভিনেত্রী পাল্টি খান। বাংলাদেশের বহু মানুষ, কলকাতায় তথা বাংলার খাবার খেয়ে নানা সময় প্রশংসা করে গিয়েছেন। কিছুদিন আগেই জয়া বলেছিলেন, তিনিও নাকি কলকাতার খাবারে মুগ্ধ। তবে, এবার সম্পূর্ন ভিন্ন কথা বলেছেন। আর তাতেই চটেছেন দুই বাংলার মানুষ। একেই অনির্বাণ কে চুমু খাওয়ার চক্করে তিনি এখন চর্চায়। তার ওপর, আবার দুই দেশের মধ্যে গোল পাকানো? কী করলেন অভিনেত্রী?
কিছুদিন আগেও সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে হাজির হয়েছিলেন কলকাতায়। এখানের মানুষরা তাঁকে যেমন ভালবাসেন, তেমনই তাঁরা এও বলেন বয়সে ফুলস্টপ লাগিয়েছেন তিনি। কিন্তু, এবার এপার বাংলার ভক্তরাও বেশ চটেছেন। কী এমন বলেছেন তিনি? রান্না বান্না থেকে খাওয়াদাওয়া নিয়েই বড় মন্তব্য করে ফেলেছেন তিনি। কলকাতার রান্না তথা ভারতের বড় বড় শেফদের অপমান করলেন তিনি! সেই ভারত, সেই কলকাতা, যেখানকার খাবার সারা বিশ্বের বুকে সমৃদ্ধ।
কী বললেন জয়া?
ঢাকার মত বিরিয়ানি, আমাদের মত খান্না, আমাদের মত শাহী জিনিস তো কেউ বানাতেই পারেন না। ওরা রান্নাই করতে পারে না। সে ভারতের যত বড় বাবর্চি হোক না কেন, ওদের দ্বারা সম্ভব না। ঢাকার কাচ্চি বিরিয়ানীর ওপরে কিছু নাই। ঢাকার রোস্ট এর ওপরে কিছুই নেই। এটা তো, পার্থক্যের জায়গাতেই নেই।
আর এই শুনেই রেগেছেন এপার বাংলার মানুষের অনেকেই। যেদেশে এসে অর্থ রোজগার, সেখানকার খাবার নিয়ে এতবড় কথা? কেউ কেউ তো, এও বললেন... বিরিয়ানির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ টা একটু বললে ভাল হয়। আবার কেউ বললেন, আপনি আদৌ বিরিয়ানি কোথা থেকে এসেছে জানেন? আবার কারওর কথায়... তাহলে ভারতে আসেন কেন? আবার উল্টোদিকে...
বাংলাদেশের মানুষরা ক্ষেপেছেন অন্য কারণে। তাঁদের কথায়, কিছুদিন আগেই তিনি বলেছিলেন এদেশে খাবারের লোভে আসেন। তাহলে আজ কেন বাংলাদেশের প্রশংসা? সুযোগ ফুরিয়ে গিয়েছে? আবার কেউ বললেন, এতদিনে মনে পড়েছে আপনি এদেশের মানুষ? প্রসঙ্গত, দশম অবতারে শুভশ্রীর জায়গায় তিনি অভিনয় করেছেন। কিছুদিন আগেই এসেছে ছবির ট্রেলার। আর তারপরই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে শোরগোল।