গোটা বাংলাদেশ জুড়ে বন্যা। ডুবে গেছে দেশের প্রায় বেশিরভাগ অংশ। দিকে দিকে মানুষের প্রাণের আশঙ্কা। সাহায্যের হাত বাড়িয়েছে সাধারণ মানুষ থেকে তারকারা অনেকেই। সেই দলে রয়েছেন জয়া আহসান।
অভিনেত্রী বাংলাদেশেরই মানুষ। কিন্তু এই বাংলাতেও সমান জনপ্রিয়তা রয়েছে তার। সে দেশে বন্যা কবলিত এলাকাগুলিতে, ত্রাণ পাঠাচ্ছেন অনেকেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এগিয়ে এসেছেন এক মহৎ কাজে। কিন্তু জয়া বন্যা কবলিত মানুষদের সাহায্যের কথা বলতেই, রে রে করে উঠলেন বেশিরভাগ। কারণ কী?
কিছুদিন আগের ঘটনা দেখলে দেখা যাবে, সারা বাংলাদেশ যখন আন্দোলনে ব্যস্ত ছিল, রক্তাক্ত বাংলাদেশ পুনরায় স্বাধীনতা অর্জন করেছিল, তখন অন্য তারকারা সেই স্বাধীনতার স্বাদ দিতে রাস্তায় নেমেছিলেন। কেউ কেউ সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। কিন্তু সেই সময় জয়া আহসানের কোন উক্তি বা বক্তব্য ছিল না। অনেকে অভিনেত্রীকে সেই নিয়ে জিজ্ঞাসা করলেও তিনি কোনো উত্তর বা প্রতিক্রিয়া দেন নি। সেখানে আজ যখন দেশে এরকম বন্যায় ভেসে গেছে, তখন মুখ খুললেন জয়া। নিজের ইমেজ বাঁচাতেই কি?
অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন, কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে।মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন.. আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।
অভিনেত্রী পাশাপাশি ও যারা ঢাকা থেকে সবরকম সাহায্য করতে তুমি প্রস্তুত। বেশ কিছু ডোনেশন সংস্থার নামও তিনি শেয়ার করেছেন। মানুষকে ডাক দিয়েছেন, সাধারণ মানুষের সাহায্যে কাজ করার জন্য। তিনি বলছেন, "ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত ,আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেক গুলো জান বেঁচে যাবে।" কিন্তু জয়া মুখ খুলতেই শুরু হয়েছে ট্রোলিং!
কেউ বলছেন, এতদিন কি গর্তে ঢুকেছিলেন? হঠাৎ করে বেরিয়ে এলেন যে? আবার কেউ বললেন, এদেরকে চিনে রাখুন এরা সব সুবিধাবাদী। তার সঙ্গে দেখা গেল ভারত বিদ্বেষী মন্তব্য। এই বন্যার জন্য দায়ী ভারতএমন স্লোগান কম নেই। আর জয়া যেহেতু এপার বাংলার জনপ্রিয় মুখ, তাই তাকেও ভারতে দালাল বলা হল। কেউ যেটাকে এমনও বললেন যে কথা দিন আর ভারতের মাধ্যমে কাজ করবেন না। আবার কেউ বললেন, আপনাদেরকে মানুষ আর বিশ্বাস করতে চায়না কেন বলতে পারেন? কেউ সোজা এও বলেন, ভারতের নাম মুখে নিতে পারলেন না কেন?