/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ls-Jaya.jpg)
রেগে আগুন জয়া
রকি আউর রানি ছবিতে তাঁর চরিত্রের ঝলক পেতেই অনেকে এই মন্তব্য রেখেছিলেন জয়া বচ্চন আসলেই ধনলক্ষ্মী হিসেবে একদম সঠিক। রাগ কিংবা ক্ষোভ সবেতেই তিনি একদম মানিয়ে গিয়েছেন। এবার, আবার ছবির স্ক্রিনিংয়ে এমনই এক প্রমাণ দিলেন তিনি।
গতকাল মুম্বইয়ে রকি আউর রানি ছবির জন্য স্পেশ্যাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়। সেখানেই হাজির ছিলেন জয়া নিজেও। ছবির একজন অবিচ্ছেদ্য অংশ হিসেবেই সেখানে ছিলেন তিনি। তারপর? বাইরে তখন পাপারাজ্জিদের ছড়াছড়ি। জয়া বাইরে আসতেই তাঁরা অভিনেত্রীর নাম নিয়ে চিৎকার করতে থাকেন। কিন্তু..
আরও পড়ুন < ফুলসজ্জার খাটে ছেলের সঙ্গে মা! সোফায় শুয়ে বউমা, শালীনতার সীমা ছাড়াল ‘কারে কই মনের কথা’ >
এমনিও চিৎকার চেচামেচি এবং বেশি ভিড় তিনি একদম পছন্দ করেন না। সেখানে, এত জোড়ে জোড়ে চিৎকার শুনেই রেগে বোম্ব জয়া। নিজের নাম এত জোড়ে শুনেও তাকিয়ে দেখছেন না? কিন্তু অভিনেত্রী, পাল্টা যেভাবে প্রতিক্রিয়া দিলেন, যেন নিজেরাও বিশ্বাস করতে পারলেন না চিত্রগ্রাহকরা। রাগের চোটে জয়া বললেন, আমি কানে কালা নই। আমি শুনতে পাই। চুপ করো তোমরা।
সাধারণত, পাপারাজ্জিদের থেকে দূরত্ব রাখেন তিনি। এমনকি কেউ তাঁর ছবি তুললেও রেগে যান। এমনও জানিয়েছিলেন, কেউ যদি সুস্থভাবে ভদ্রভাবে দাঁড়িয়ে তাঁর ছবি তুলতে চান তবে, তিনি একপায়ে রাজি। কিন্তু যেখানে ধাক্কাধাক্কি হয়। ভিড়ের মধ্যে মারামারি হয় সেসব জায়গা ওনার একদম পছন্দ না।