Advertisment
Presenting Partner
Desktop GIF

Aishwarya And Abhishek: 'যদি কোনওদিন...', অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জনের মাঝে ভাইরাল জয়া-শ্বেতার ভিডিও

Aishwarya And Abhishek: অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো একটি ভিডিও। যেখানে জয়া ও শ্বেতা অ্যাশ-অভিষেককে ম্যারেজ টিপস দিয়েছেন। কফি উইথ করণে এসে কী বলেছিলেন তাঁরা?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জনের মাঝে ভাইরাল জয়া-শ্বেতার ভিডিও

অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জনের মাঝে ভাইরাল জয়া-শ্বেতার ভিডিও

Aishwarya And Abhishek: সালটা ছিল ২০০৭। চার হাত এক হয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের। এই মুহূর্তে বিটাউনের অন্দরের কানাঘুষো দীর্ঘ ১৭ বছরের বিবাহিত জীবনে চিড় ধরেছে। আলাদা হয়েছে দুজনের পথ। বলি ডিভা নিমরিত কৌরের সঙ্গে জুনিয়র বচ্চনের সম্পর্ক এখন পেজ ৩-র চর্চিত টপিক। একছাদের নীচে অভিষেক-ঐশ্বর্য থাকছেন না বলেই ইন্ডাস্ট্রির গুঞ্জন। আরাধ্যাকে নিয়ে বারবার একাই সেলেব পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছেন বচ্চন বধূ। যদিও এই প্রসঙ্গে একেবারে স্পিকটি নট বচ্চন পরিবার। অ্যাশ-অভিষেকের বিচ্ছেদ জল্পনার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভইরাল জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের পুরনো ভিডিও। যেখানে তাঁরা দুজনেই বচ্চন দম্পতিকে বিয়ে নিয়ে পরামর্শ দিয়েছেন। 

Advertisment

২০০৭-এ 'কফি উইথ করণ'-এ এসেছিলেন জয়া ও শ্বেতা। সেখানেই করণ তাঁদেরকে জিজ্ঞাসা করেছিলেন, অভিষেক-ঐশ্বর্যকে ম্যারেজ টিপস দিতে চান? অভিষেক প্রসঙ্গে জয়া বলেছিলেন, 'যদি কোনওদিন খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু স্কেলটা বদলে যাবে'। বচ্চন বধূ সম্পর্কে জয়ার সংযোজন, 'অভিষেকের প্রতি ভালবাসা ও যত্নবান থাকতে হবে। ঠিক, এখন যেমন থাকে।'

 অন্যদিকে বউদি প্রসঙ্গে ননদের মত, 'ও একদম পারফেক্ট। আমার মনে হয় না ওঁর কোনও পরামর্শের প্রয়োজন আছে। ওঁর যা ধৈর্য তা ওকে অনেক দূর এগিয়ে যাবে।' জয়া বচ্চন হেসে বলেছিলেন, 'বিশেষ করে অভিষেকের সঙ্গে।'

বচ্চন দম্পতির ডিভোর্স গুঞ্জনের মাঝে ভাইরাল অতীতের এই ভিডিও। কমেন্ট বক্স জুড়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, এটা অনেক পুরনো ভিডিও। সময় পরিবর্তনের সঙ্গে সবকিছুই বদলে যায়। কেউ আবার মন্তব্য করেছেন, শ্বেতা বরাবরই ঐশ্বর্যর প্রতি সংবেদনশীল। প্রসঙ্গত, গুরু সিনেমায় শ্যুটিংয়ের সময়ই একে অপরের প্রেমে পড়েন বচ্চন দম্পতি।

আরও পড়ুন: 'তুমি তো নিশ্চয়ই...', অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জনের মাঝে আরাধ্যাকে নিয়ে কী বললেন নিমরিত?

পাওয়ার কাপলের দীর্ঘ ১৭ বছর সুখের সংসারে সত্যিই চিড় ধরেছে না পুরোটাই রটনা, সেই বিষয়ে অ্যাশ-অভিষেকের প্রতিক্রিয়ার আশায় জুটির ভক্তরা। শোনা যাচ্ছে, মণি রত্নমের পরবর্তী ছবিতে অভিষেক-ঐশ্বর্যের অন স্ক্রিন মিলন ঘটবে। 
  

Bollywood Couple Aishwarya Rai Bachchan Bollywood Celeb Home Abhishek Bachchan bollywood actress
Advertisment